ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৪ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১

যুবকদের আর্থিক শিক্ষার প্রশিক্ষণ দেবে দেশের ব্যাংকগুলো

প্রকাশিত: ০৪:৩০, ৯ মার্চ ২০১৮

যুবকদের আর্থিক শিক্ষার প্রশিক্ষণ দেবে  দেশের ব্যাংকগুলো

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের যুবকদের আর্থিক শিক্ষার ওপর প্রশিক্ষণ দেয়ার জন্য সব বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের অর্থনৈতিক উন্নয়নে যথাযথ ভূমিকা পালনের নিমিত্তে যুব সমাজকে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) ও আর্থিক শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার আওতায় ব্যাংকগুলোকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, প্রশিক্ষণের শিরোনাম হবে এসডিজি বাস্তবায়নে যুবকদের জন্য আর্থিক শিক্ষা। উপকারভোগী হবে বিশ্ববিদ্যালয়গামী ১৮ থেকে ২২ বছরের যুবকরা। প্রত্যেক ব্যাংককে বছরে ন্যূনতম ১২০ জনকে (বছরে অন্তত দু’টি ব্যাচ/ইনটেক; প্রতি ব্যাচে কমপক্ষে ৫০ শতাংশ নারী) প্রশিক্ষণ দিতে হবে। এতে আরও উল্লেখ করা হয়ে, প্রশিক্ষণের মেয়াদ হবে একদিন। সেশন সংখ্যা হবে ৫টি। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত রূপকল্প ২০২১ ও ২০৪১ এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে দেশের যুব সমাজকে এসডিজি ও আর্থিক শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার আওতায় প্রশিক্ষণ কারিকুলাম অনুযায়ী প্রত্যেক ব্যাংককে নিজস্ব উদ্যোগে প্রশিক্ষণ দেয়ার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে।
×