ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

৮ ট্রাক-কারে আগুন, প্রশাসন ও ভিসির বাসভবন ঘেরাও ভাংচুর

রাবিতে ট্রাকচাপায় ছাত্রের মৃত্যু, তুলকালাম

প্রকাশিত: ০১:২৯, ২ ফেব্রুয়ারি ২০২২

রাবিতে ট্রাকচাপায় ছাত্রের মৃত্যু, তুলকালাম

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অভ্যন্তরে কন্সট্রাকশন কাজের বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যুর ঘটনায় অন্তত ৮টি ট্রাক জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্ররা। একই সঙ্গে বিক্ষুব্ধ ছাত্ররা কন্সট্রাবশন সাইটের মেশিন ও ঘরে অগ্নিসংযোগ করেছে। কিছু প্রাইভেটকারও ভাংচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগিয়ে এলেও ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি ছাত্রদের প্রতিরোধের মুখে। ফিরিয়ে দেয়া হয়েছে দমকল বাহিনীকেও। এই রিপোর্ট লিখা পর্যন্ত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাবি প্রধান ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল। এছাড়াও রাবি প্রশাসন ভবনও ঘেরাও ও ভিসির বাসভবন ঘেরাও করে ভবনের গেট ভাংচুর করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সামনে এ ঘটনা ঘটে। ট্রাক চাপায় নিহত ছাত্রের মাহমুদ হাবিব নাম হিমেল। সে রাবির চারুকলা বিভাগের গ্রাফিকস ডিজাইন কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের আবাসিক ছাত্র। এছাড়া রাবির ড্রামা এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। রাতে এ রিপোর্ট লেখার সময় হিমেলের লাশ ঘটনাস্থলেই পড়ে ছিল। এ ঘটনায় ইমরান আলী নামের আরেক ছাত্র গুরুতর আহত হয়েছে। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও রাবি সূত্র জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে হিমেল তার অপর দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে ক্যাম্পাসে আসছিল। এ সময় হবিবুর রহমান হলের সামনে আসলে রাবির কন্সট্রাকশন কাজে ব্যবহৃত একটি বেপরোয়া ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাইকচালক হিমেল মারা যায়। আর বাইকে থাকা হিমেল ও অপর একজন গুরুতর আহত হয়। এদের মধ্যে ইমরান আলীকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় চরম উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে রাবি ক্যাম্পাসে। ঘটনার পর থেকে রাবি প্রশাসনের করো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাস্থলেও রাবি প্রশাসনের কেউ ভিড়তে পারেনি। রাতে এ রিপোর্ট লেখার সময় উত্তপ্ত পবিবেশ বিরাজ করছিল। রাবি সংলগ্ন নগরীর মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। রাত সাড়ে ১১টায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসির বাসভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করেছে। এ সময় ভিসি প্রফেসর গোলাম সাব্বির সাত্তার তাপু বেরিয়ে এসে শিক্ষার্থীদের শান্ত হয়ে নিজ নিজ হলে ফেরার আহ্বান জানিয়েছেন। ট্রাকচাপায় ছাত্রের মৃত্যুতে তিনি শোক প্রকাশ করে বলেন, এ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে। রাবির অভ্যন্তরে শিক্ষার্থীদের নিরাপদে রেখে যাতে কন্সট্রাকশন কাজ অব্যাহত রাখা যায় সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিকে রাজশাহী বিশ^বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মাহামুদ হাবীব হিমেলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার রাতে এই শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র। নগরীর মতিহার থানার ওসি আনোয়ার আলি তুহিন জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। নিহত ছাত্রের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!