ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

দীর্ঘ ১৯ মাস পর দিল্লীর স্কুলগুলো পুনরায় খুলল

প্রকাশিত: ০১:৫১, ২ নভেম্বর ২০২১

দীর্ঘ ১৯ মাস পর দিল্লীর স্কুলগুলো পুনরায় খুলল

জনকণ্ঠ ডেস্ক ॥ আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৪ কোটি ৭৫ লাখ ৬২ হাজার ৭১২ জন। এর মধ্যে ৫০ লাখ ১৭ হাজার ৩৯ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ২২ কোটি ৪২ লাখ ১৩ হাজার ৪৬৬ জন। এদিকে, দীর্ঘ ১৯ মাস পর ভারতের রাজধানী দিল্লীর স্কুলগুলো পুনরায় খুলে দেয়া হয়েছে। শিক্ষার্থীদের অনেকেই স্কুল খোলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। খবর এনডিটিভি, এএফপি ও ওয়ার্ল্ডোমিটারের। এক বছরের বেশি সময় পর অবশেষে স্কুলগুলো খুলে দেয়া হলো। ১৪ বছর বয়সী দিল্লীর বাসিন্দা কায়নাত হাবিবি বহুদিন পর স্কুলে আসতে পেরে বেশ আনন্দিত। সে রাজধানী দিল্লীর একটি স্কুলে পড়ছে। অনেকদিন পর বন্ধুদের সঙ্গে ক্লাস করছে সে। তবে স্কুলে আসতে পারলেও আগের মতো শিশুরা একে অন্যের সঙ্গে হাত মেলানো বা গলা ধরে ক্লাস করতে পারছে না। সবাইকে মুখে মাস্ক পরে ক্লাসে বসতে হয়েছে। সোমবার দিল্লীর মালভিয়া নগরের একটি স্কুলে এমন চিত্রই দেখা গেছে। ৬০০ দিন পর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল অস্ট্রেলিয়া ॥ অশ্রুসিক্ত চোখ ক্যামেরাবন্দী হলো সিডনির বিমানবন্দরে। বহুদিন পর স্বজনদের সঙ্গে দেখা হওয়ায় চোখের জল আটকে রাখতে পারেননি অস্ট্রেলিয়ান প্রবাসীরা। করোনা মহামারীর কারণে ছয়শ দিন পর আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি। স্থানীয় সময় সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়।
×