ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

এ মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে

প্রকাশিত: ০১:৩৬, ৪ অক্টোবর ২০২১

এ মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে

স্টাফ রিপোর্টার ॥ চলতি মাসেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে এ মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিতে গঠিত আবহাওয়া অধিদফতরের বিশেষজ্ঞ কমিটি এ পূর্বাভাস দেয়। রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদ এতে সভাপতিত্ব করেন। বিশেষজ্ঞ কমিটির দেয়া চলতি মাসের পূর্বাভাস প্রতিবেদনে জানানো হয়েছে, অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। অক্টোবর মাসের শেষার্ধের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুপ্রবাহ (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। অক্টোবর মাসে দেশের প্রধান নদ-নদীতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। সেপ্টেম্বরে পাঁচটি লঘুচাপ, একটি ঘূর্ণিঝড়ে পরিণত ॥ গত ৬ সেপ্টেম্বর, ১০ সেপ্টেম্বর, ২১ সেপ্টেম্বর, ২৪ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর এই লঘুচাপগুলো সৃষ্টি হয়। এর মধ্যে এরপর ২৪ সেপ্টেম্বর সকাল ৬টায় পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি পড়ে ঘূর্ণিঝড় গুলাবে পরিণত হয়।
×