ঢাকা, বাংলাদেশ   রোববার ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

প্রযুক্তির সদ্ব্যবহারে হবিগঞ্জে নারীদের নিয়ে উঠান বৈঠক

প্রকাশিত: ২১:১৮, ২৮ সেপ্টেম্বর ২০২১

প্রযুক্তির সদ্ব্যবহারে হবিগঞ্জে নারীদের নিয়ে উঠান বৈঠক

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তৃণমূল নারীদের মধ্যে নারীর ক্ষমতায়ন, বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন, স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি, আধুনিক তথ্য প্রযুক্তির সদ্ব্যবহারসহ সমসাময়িক বিষয়ে আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন- মহিলা বিষয়ক অধিদপ্তর হবিগঞ্জের উপ-পরিচালক মোঃ মাহবুবুল আলম। বক্তব্যে মোঃ মাহবুবুল আলম বলেন- বর্তমান সরকার নারীদের কল্যাণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এসব কাজে লাগিয়ে নারীদেরকে আরো এগিয়ে যেতে হবে। তিনি বলেন- ঘরে বসে থাকলে চলবে না। নিজেকে দক্ষ করে তুলতে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। তাহলে বাড়িতে কর্মসংস্থান গড়ে তুলেও আয় করা সম্ভব। এমন বক্তব্যে উপস্থিত নারীদের মাঝে বিপুল উৎসাহ দেখা গেছে।
×