ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিনের ইসরাইলি অধিকৃত এলাকা আইসিসির বিচারের আওতায়

প্রকাশিত: ১০:৩০, ৬ ফেব্রুয়ারি ২০২১

ফিলিস্তিনের ইসরাইলি অধিকৃত এলাকা আইসিসির বিচারের আওতায়

অনলাইন ডেস্ক ॥ আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারের আওতায় আসলো ফিলিস্তিনের ইসরাইলি অধিকৃত পশ্চিমতীর এবং অবরুদ্ধ গাজা উপত্যকা। এ ব্যাপারে শুক্রবার জারি করা এক রুলে আইসিসি জানিয়েছে, ইসরাইলের দখলকৃত ফিলিস্তিনের পশ্চিমতীর, গাজা উপত্যকা ও পূর্ব জেরুজালেম এখন থেকে এ আদালতের এখতিয়ারের মধ্যে আনা হয়েছে। এ রুলের কারণে এখন থেকে আন্তর্জাতিক এ আদালতে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিচার চাইতে পারবে ফিলিস্তিনি সরকার। খবর বিবিসি ও ডেইলি সাবাহর। ১৯৬৭ সালে ৬ দিনের আরব-ইসরাইল যুদ্ধের পর থেকে ফিলিস্তিনের অধিকৃত এলাকায় নির্বিচারে শিশু হত্যা থেকে শুরু করে স্থানীয়দের জমি দখল করে সেখানে অবৈধ ইহুদি বসতি গড়ে আসছে ইসরাইল। যুগের পর যুগ ধরে ইহুদিবাদী দেশটি ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ নৃশংসতা চালিয়ে আসলেও এর বিচার পর্যন্ত চাইতে পারছে না অধিকৃত পশ্চিমতীর, গাজা ও জেরুজালেমের বাসিন্দারা। ২০১৫ সাল থেকে ইসরাইল-ফিলিস্তিনির মধ্যে সংগঠিত সংঘাতের তদন্ত করে আসছেন আইসিসির প্রধান কৌঁসুলি ফ্যাতু বেনসুদা। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামির নেতানিয়াহু আইসিসির এ পর্যবেক্ষণের নিন্দা জানালেও এর প্রশংসা করেছেন ফিলিস্তিনি নেতারা।
×