ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১

নাইজিরিয়াকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিল বাংলাদেশ

প্রকাশিত: ০০:৫৪, ১৮ নভেম্বর ২০২০

নাইজিরিয়াকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিল বাংলাদেশ

জনকণ্ঠ ডেস্ক ॥ নাইজিরিয়াকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (পিপিই) দিয়েছে বাংলাদেশ। বন্ধুত্বের নিদর্শন স্বরূপ এবং ‘মুজিববর্ষ’ উদ্যাপনের অংশ হিসেবে নাইজিরিয়া ফেডারেল সরকারের সচিব এবং কোভিড-১৯ বিষয়ক প্রেসিডেন্সিয়াল টাস্ক ফোর্সের সভাপতি বস মোস্তাফাকে পিপিই হস্তান্তর করেন বাংলাদেশ হাইকমিশনার মোঃ শামীম আহসান। মঙ্গলবার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নাইজিরিয়ার বাংলাদেশ হাইকমিশন। খবর বাংলানিউজের। পিপিই হস্তান্তরকালে নাইজিরিয়ার স্বাস্থ্যমন্ত্রী ওসাগি এমানুয়েল এহানিরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এডেলেকে অলুরুন্নিম্বে মামোরা মন্ত্রণালয়ের সচিবসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ হাইকমিশনার তার সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ ও নাইজিরিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক সম্পর্কের ওপর আলোকপাত করতে গিয়ে উল্লেখ করেন যে দুদেশ অন্যদের সঙ্গে করোনা মহামারী মোকাবেলা করছে, যা তাদের ঘনিষ্ঠতর করেছে। হাইকমিশন কর্তৃক বছরজুড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের সময়ে প্রতীকী নিদর্শন স্বরূপ পিপিই হস্তান্তর করতে পারায় বাংলাদেশের হাইকমিশনার বিশেষ সন্তোষ প্রকাশ করেন। বস মোস্তাফা বাংলাদেশ সরকারের বন্ধুত্বপূর্ণ উপহারের জন্য হাইকমিশনারকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ ও নাইজিরিয়া প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে একযোগে কাজ করে যাচ্ছে।
×