ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

জলবায়ু ন্যায্যতার দাবিতে অবরোধ

প্রকাশিত: ২০:৩৬, ২৬ সেপ্টেম্বর ২০২০

জলবায়ু ন্যায্যতার দাবিতে অবরোধ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জলবায়ু সুবিচারের দাবিতে সাতক্ষীরায় তরুণ সমাজ অবরোধ কর্মসূচী পালন করেছে। শুক্রবার বেলা ১১টায় জেলার শ্যামনগরে বৈশ্বিক জলবায়ু কার্যক্রম সপ্তাহের অংশ হিসেবে সুইডিস পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের আহ্বানে সাড়া দিয়ে এই অবরোধ কর্মসূচী পালন করা হয়। ফ্রাইডেস ফর ফিউচার বাংলাদেশ, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, লিডার্স, ইসলামী রিলিফ বাংলাদেশ, সিডিও ইয়ুথ টিমসহ বিভিন্ন যুব সংগঠনের সদস্যদের অংশগ্রহণে অবরোধ কর্মসূচী সফল করতে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে শতাধিক তরুণ জলবায়ু কর্মী শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে একত্রিত হয়। পরে তারা জলবায়ু সুবিচারের দাবি দাওয়া সংবলিত প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
×