ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত: ০৯:০১, ৪ জুলাই ২০১৯

 উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ প্রকৃত সুফলভোগী মৎস্যচাষীদের বার্ষিক ইজারা (ডিসিআর) না দেয়ার প্রতিবাদে তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন ও সংবাদ সমে¥লন অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার বারুহাস ইউনিয়নের কাজিপুর গ্রামের দক্ষিণ পুকুরপাড়ের হতদরিদ্র ও ভূমিহীন সুফলভোগী সদস্যরা এ মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করেন। প্রেসক্লাব চত্বরে মানববন্ধন শেষে তাড়াশ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাজিপুর দক্ষিণপাড় পুকুরের সুফলভোগী সমিতির সভাপতি মোঃ জিয়াউর রহমান। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, নিমগাছি মৎস্যচাষ ব্যবস্থাপনা নীতিমালা ২০১১ অনুযায়ী ৫.৫ বিঘা আয়তনের এ পুকুরটিতে পুকুরপাড়ে বসবাসরত ১২ ভূমিহীন সুফলভোগী সদস্য ডিসিআর গ্রহণের মাধ্যমে মাছ চাষ করে পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত করে আসছিল। কিন্তু নিয়ম বহির্ভূতভাবে এ বছর বাইরের প্রভাবশালী ব্যক্তিদের সদস্য করে তাদের পুকুরের ডিসিআর দেয়ার পাঁয়তারা করছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। এ ধরনের অপতৎপরতা বন্ধ করে প্রকৃত সুফলভোগীদের ডিসিআর দেয়ার জন্য দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক এরশাদ আলী, সদস্য মোক্তার হোসেন, আবদুল ওয়াহাব, মোঃ সুজন প্রমুখ। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা ড. হাফিজুর রহমান বলেন, জাতীয় সংসদ সদস্য একটি ডিওতে নতুন তালিকা দিয়েছেন যে কারণে তদন্ত না করে ডিসিআর দেয়া সম্ভব হচ্ছে না।
×