ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সহায়তা করবে বেলারুশ

প্রকাশিত: ০৯:৫৯, ২৯ জুন ২০১৯

 সহায়তা করবে বেলারুশ

বেলারুশের রাষ্ট্রদূত আঁন্দ্রে আই রাহুসকির নেতৃত্বে ৩ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল শুক্রবার কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাকের সঙ্গে তার বাসভবনে সাক্ষাত করেন। সাক্ষাতকালে মন্ত্রী বলেন, বেলারুশের টেকনিক্যাল সক্ষমতা ও অবকাঠামোগত খাতের অভিজ্ঞতা বাংলাদেশের কৃষি ও আর্থ-সামাজিক অবকাঠামোগত উন্নয়নে কাজে লাগবে। কৃষি শিল্প, কৃষি যন্ত্রপাতিসহ কারিগরি জ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে বাংলাদেশ উপকৃত হবে। তিনি বাংলাদেশে বর্তমান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। রাষ্ট্রদূত আন্দ্রে আই রাহুসকি বলেন, বেলারুশ সরকার বাংলাদেশের কৃষির উন্নয়ন তথা অধুনিক কৃষির জন্য কিছু করতে চায়। তিনি বলেন, কৃষি যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণসহ বাজারজাতে সহায়তা দেবে বেলারুশ। -বিজ্ঞপ্তি
×