ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

দেড় হাজার বছর আগের তলোয়ার

প্রকাশিত: ০৫:২৬, ৬ অক্টোবর ২০১৮

 দেড় হাজার বছর  আগের তলোয়ার

৮ বছরের পুঁচকে সাগা ভানিক। জন্ম সুইডেনে। এবারের গ্রীষ্মে বাবা-মার সঙ্গে দেশটির জংকোপিং প্রদেশে বেড়াতে যায় সাগা। তবে জংকোপিংয়ের উদ্দেশে রওয়ানা হবার আগে মেয়েটি হয়তো আদৌ বুঝতে পারেনি যে সে ইতিহাসের অংশ হতে যাচ্ছে। সম্প্রতি জংকোপিংয়ের ভিডোস্টার্ন লেকে পরিবারের সবার সঙ্গে সাঁতার কাটতে নামে সাগা ভানিক। সাঁতারের একপর্যায়ে কিছু একটা ভারি বস্তুতে তা পা যায় আটকে। কৌতূহলবশত জিনিসটি টেনে তুলতেই দেখে একটি পুরাতন তলোয়ার। বিষয়টি তার বাবাকে দেখালে তিনিও প্রথমে তলোয়ারটির ঐতিহাসিক মূল্য বুঝতে পারেননি। তিনি অগত্যা এটি স্থানীয় একটি জাদুঘরে দিয়ে আসেন। জাদুঘর কর্তৃপক্ষ তলোয়ারটি কয়েকদিন পরীক্ষার পর বুঝতে পারে যে এটির বয়স অন্তত দেড় হাজার বছর। ভাইকিং যুগের আগে এই তলোয়ারটি ব্যবহৃত হতো। ভিডোস্টার্ন যাদুঘরের কিউরেটর মাইকেল নর্ডস্টর্ম বলেন, এই ধরনের সুযোগ সবসময় আসে না। ওই লেকে আরও অনেক মানুষ সাঁতার কাটতে নামে। তবে সাগা ভানিক যে আবিষ্কার করেছে তা অবিস্মরণীয়। তলোয়ারটি অত্যন্ত যত্মসহকারে জাদুঘরে সংরক্ষণ করা হবে। -বিবিসি অবলম্বনে
×