ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

৪ জন গ্রেফতার

এমএলএম কোম্পানির মাধ্যমে প্রতারণা

প্রকাশিত: ০৬:৩৫, ৪ অক্টোবর ২০১৮

এমএলএম কোম্পানির মাধ্যমে প্রতারণা

স্টাফ রিপোর্টার ॥ এমএলএম (মাল্টি লেবেল মার্কেটিং) কোম্পানির মাধ্যমে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া চক্রের শাখা প্রধানসহ চারজন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছে। চক্রটি চাকরিপ্রার্থীদের জিম্মি করে টাকা আদায় ও মারধর করার সঙ্গেও জড়িত। যুবকদের জিম্মি করে তাদের হত্যার হুমকি দিয়ে গোপনে ট্রেনিং করাত। এরপর তাদের মাধ্যমেই আবার প্রতারণার ফাঁদ বিস্তার করত। মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরের ৮৭ নম্বর বিএনএস সেন্টারের ৫ম তলা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, শাখা প্রধান মোঃ নাহিদ নজরুল (২৩) ও তার তিন সহযোগী মোঃ রুবেল মিয়া (১৮), মোঃ জুনায়েদ (১৯) ও মোঃ নাজমুল হোসাইন (২৪)। তাদের কাছ থেকে ভাউচার বই, মার্কেটিং প্রশিক্ষণ লেখা বই, ট্রেনিং গেট পাশ বইসহ নানা আলামত জব্দ হয়। পিবিআইয়ের ঢাকা মেট্রোর বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, আবু হানিফ (২১) নামের এক ব্যক্তিকে তারই বন্ধু মেহেদী হাসান ফোন করে চাকরির প্রলোভন দেখায়। মাসিক ১৫ হাজার টাকা বেতনে চাকরি দেয়ার চুক্তি হয়। ৫২ হাজার টাকা অগ্রিম দেয়ার পর আবু হানিফের লাইফওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানিতে চাকরি হয়। তাকে নিয়ে যাওয়া হয় উত্তরার আজমপুরের একটি বাড়িতে।
×