ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

প্রিয় তারকার জন্য শুভকামনা থিয়াগো সিলভা, ডানিলোদের

নেইমারকে ঘিরে স্বপ্ন বুনছেন সতীর্থরা

প্রকাশিত: ০৬:৩৭, ১ জুন ২০১৮

নেইমারকে ঘিরে স্বপ্ন বুনছেন সতীর্থরা

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রাজিলের স্বপ্নপূরণের প্রধান সারথী নেইমার। তারকা এই ফুটবলারের পায়ের জাদুতে ভর করেই ১৬ বছর পর বিশ্বকাপ ট্রফি পুনরুদ্ধারের স্বপ্ন বুনছে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু চোটের কারণে পিএসজি তারকার পরিপূর্ণ ফিটনেস পাওয়া নিয়ে সংশয় আছে। তবে ব্রাজিল দল ও কোটি কোটি ভক্ত-সমর্থকের বিশ্বাস, বিশ্বকাপে ঠিকই পূর্ণ ফিটনেস নিয়ে মাঠ মাতাবেন নেইমার। এটা বিশ্বাস করছেন তার সতীর্থরা। আর এ জন্য শুভকামনা ও ভালবাসা জানিয়েছেন থিয়াগো সিলভা, ডানিলো, কুটিনহোরা। নেইমার বর্তমানে দলের সঙ্গে লন্ডনে অনুশীলন ক্যাম্পে আছেন। ধারণা করা হচ্ছে, ব্রাজিলের পরবর্তী প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষেই মাঠে নামবেন তিনি। দলের সেরা তারকার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে সতীর্থ ডানিলো বলেছেন, এই দশ দিনে আমি তার সঙ্গে অনেক কথা বলেছি। ট্রেনিং সেশনে প্রতিদিনই আমাদের কথা বলতে হয়। প্রতিদিনই সে আগের চেয়ে আরও ভাল এবং দ্রুততর সুস্থ হয়ে উঠছে। আমরা আশাকরি সে বিশ্বকাপে খেলতে পারবে। যদি শতভাগ ফিট নাও হয় তবু এর কাছাকাছি যেন হয়। কারণ আমাদের জন্য সে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া চোটে ছিটকে পড়া দানি আলভেজকে নিয়েও কথা বলেছেন ম্যানচেস্টার সিটির এই রাইট ব্যাক। ডানিলো বলেন, প্রথমত দানি আলভেজের ইনজুরি আমাদের ব্যথিত করেছে। কারণ সে আমাদের যা দিতে পারতো তার তুলনা হয় না। এত বছর ধরে সে আমাদের লড়াকু মানসিকতার যোগান দিয়েছে এবং নেতৃত্ব দিয়েছে। কোন সন্দেহ নেই, এটা বড় একটা ক্ষতি। কিন্তু ফাগনার এবং আমি কঠোর পরিশ্রম করছি দলকে সাহায্য করা এবং অবদান রাখার জন্য। আমরা এতেই মনোযোগ দিচ্ছি। সবমিলিয়ে রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের সাম্বা ছন্দ দেখা যাবে বলে আশাবাদী দেশটির ডিফেন্ডার থিয়াগো সিলভা। এবারের বিশ্বকাপে ব্রাজিল টপ ফেবারিট। তবে যাই ঘটুক না কেন, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য এবারের বিশ্বকাপটা আনন্দদায়ক হবে বলে আশা সাবেক অধিনায়কের। থিয়াগো বলেন, আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিয়েছি। প্রথমে দুঙ্গার অধীনে, এখন টিটের সঙ্গে। দুই বছরে আমরা উন্নতি করেছি। আরও একটি বিশ্বকাপ খেলার এবং আমাদের গল্পটা নতুন করে লেখার সুযোগ পেয়েছি আমরা। আমরা শিরোপা জয়ের নিশ্চয়তা দিতে পারব না। তবে দারুণ কিছু ম্যাচের নিশ্চয়তা দিতে পারি। পিএসজি ডিফেন্ডার বলেন, আপনি দেখবেন, পরের ম্যাচটাতে আমরা দারুণ খেলব। আর বিশ্বকাপে দেখবেন দুর্দান্ত ফুটবল। এবারের ব্রাজিল দলটাকে পরিপূর্ণ হিসেবে মনে করা হচ্ছে। দলটির রিজার্ভ বেঞ্চ দিয়ে আরেকটি একাদশ গঠন করা সম্ভব। এবারের দলটিকে আগের দলগুলোর সঙ্গে তুলনা করতে নারাজ থিয়াগো। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি মনে করি, প্রত্যেক প্রজন্মের তাদের নিজস্ব স্টাইল, ইতিহাস ও শিরোপা জয়ের কৃতিত্ব থাকে। আমরা ভিন্ন। আমি তুলনায় যেতে চাই না। আমরা আমাদের লক্ষ্যগুলোতে পৌঁছানোর চেষ্টা করছি। এখন আমরা প্রস্তুতি নিচ্ছি। বিশ্বকাপের জন্য আরও বেশি প্রস্তুত হতে ও আত্মবিশ্বাস পেতে দুইটা প্রীতি ম্যাচ আছে আমাদের। বছরে বছরে আমরা আরও পরিপক্ব হয়ে উঠছি। আমাদের ফুটবলের উন্নতি হচ্ছে। আরও অভিজ্ঞতাও হচ্ছে। এদিকে বিশ্বকাপ দরজায় কড়া নারলেও নেইমারের পিএসজিতে থাকা না থাকা নিয়ে বিতর্ক থামছেই না। বিরক্ত হয়ে এ বিষয়ে কথা বলেছেন স্বয়ং নেইমার। ব্রাজিলিয়ান সুপারস্টার বলেন, আমার বাবা আমার ক্যারিয়ার নিয়ে তো সিদ্ধান্ত নিতে পারে না। আমিই একমাত্র আমার ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেব। সে আমাকে কোনটা ভাল হবে, কোনটা খারাপ হবে সেটা জানাতে পারে। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তটি আমিই নিব। নেইমার বলেন, ফুটবলের মাঠ বাদে আমার বাবা বাকি সবকিছু দেখাশোনা করে। যার ফলে আমি পুরো মনোযোগ আমার খেলার দিকেই দিতে পারি।
×