ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

৯৯৯-এ ফোন করে কমোডে আটকে পড়া বৃদ্ধাকে উদ্ধার

প্রকাশিত: ০৫:৫৫, ৬ মে ২০১৮

৯৯৯-এ ফোন করে কমোডে আটকে পড়া বৃদ্ধাকে উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরার একটি বাসায় হাই কমোডে আটকে পড়ার পর ফায়ার সার্ভিস, এ্যাম্বুলেন্স ও জরুরী পুলিশি সেবা ৯৯৯-এর সাহায্য নিতে হয়েছে এক বৃদ্ধা নারীকে। শুক্রবার মধ্য রাতে কমোডে আটকে পড়ার পর ৯৯৯ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসের সাহায্যে উদ্ধার পান ওই নারী। ৫৫ বছর বয়সী ওই নারী অতিরিক্ত ওজনজনিত সমস্যায় ভুগছিলেন। আটকে পড়ার পর পরিবারের সদস্যরা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার পর ৯৯৯ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসের সহযোগিতা চান। উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল জানান, ৯৯৯ থেকে প্রাপ্ত খবরে উত্তরা ১১ নং সেক্টরের ১০ নং সড়কের ২৪ নম্বর বাসায় যায় ফায়ার সার্ভিসের একটি দল। ভবনের ৪র্থ তলার একটি ফ্লাটের বাথরুমে ওই নারী আটকা পড়েছিলেন। তিনি বলেন-আমরা দরজাটি খুলে বাথরুমের ভেতরে যাই এবং দেখতে পাই মহিলাটি বাথরুমের কমোডের পাশে পড়ে আছেন। এমনভাবে সরু জায়গায় পড়ে আছেন যে, তাকে সহজে উদ্ধার করা সম্ভব নয়। আমরা কৌশল প্রয়োগ করে ওই নারীকে উদ্ধার করি। ওই নারীর স্বামী আবুল হোসেন বলেন, আমার স্ত্রী রাতে বাথরুমে গিয়ে কমোড ও দেওয়ালের মধ্যে পড়ে আটকে যান। আমরা দীর্ঘক্ষণ পরিবারের সবাই মিলে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হই। পরে জরুরী সেবা-৯৯৯ নম্বরে ফোন দিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতা চাই। কিছুক্ষণ পরই ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এসে তাকে উদ্ধার করে। এ জন্য জরুরী সেবা-৯৯৯ ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে ধন্যবাদ।
×