ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কাতাং ত্রিপুরার হত্যাকারীদের গ্রেফতার দাবি

প্রকাশিত: ০৬:২৯, ২৪ এপ্রিল ২০১৮

কাতাং ত্রিপুরার হত্যাকারীদের গ্রেফতার দাবি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে ইউনাটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফর) সংগঠক কাতাং ত্রিপুরা হত্যাকা-ের প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে ইউপিডিএফ সমর্থিত ভ্রাতৃপ্রতীম তিন পাহাড়ি সংগঠন। সোমবার সাড়ে ১১টায় খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজার থেকে পার্বত্য চট্রগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুবফোরামের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে চেঙ্গী স্কোয়ার দিকে যেতে চাইলে রেড স্কোয়ারের সামনে পুলিশ মিছিলে বাধা দেয়। বিক্ষোভ মিছিল শেষে তারা স্বনির্ভর বাজারে গিয়ে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে । সমাবেশে বক্তারা, ইউপিডিএফ সংগঠক কাতাং ত্রিপুরা, মিঠুন চাকমা হত্যাকা- জাতীয় সংসদ নির্বাচনের আগে ইউপিডিএফকে রাজনৈতিক নির্মূল করার ষড়যন্ত্র দাবি করেন। দিনে দুপুরে পার্বত্য চট্টগ্রামে মানুষ হত্যা প্রশাসনের নির্লিপ্ততার বহিঃপ্রকাশ উল্লেখ করে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয় সমাবেশ থেকে। প্রসঙ্গত, ২২ এপ্রিল পানছড়ির মরাটিলা এলাকায় প্রতিপক্ষ পার্বত্য চট্রগ্রাম জনসংহতি সমিতি এমএনলারমা গ্রুপের গুলিতে নিহত হয় ইউপিডিএফ মাটিরাঙা ও গুইমারা উপজেলার সংগঠক কাতাং ত্রিপুরা। হত্যাকা-ের জন্য ইউপিডিএফ প্রসিত গ্রুপ প্রতিপক্ষ জেএসএস এমএন লারমা সমর্থকদের দায়ী করেছে।
×