ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

গাজীপুরে আট ছিনতাইকারী আটক

প্রকাশিত: ০৪:২৩, ৬ মার্চ ২০১৮

গাজীপুরে আট ছিনতাইকারী আটক

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে ছিনতাই ও মুক্তিপণ আদায়ের লক্ষ্যে অপহরণকারী চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে চাকু, বাম ও টাকা উদ্ধার করা হয়েছে। র‌্যাব-১-এর স্পেশালাইজড কোম্পানি গাজীপুরের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুস ছালাম সোমবার পোড়াবাড়ি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। রাব-১ জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় রবিবার রাতে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র অবস্থান করছে। এমন গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১ এর স্পেশালাইজড কোম্পানী গাজীপুরের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুস ছালাম এবং সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবালের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় র‌্যাব সদস্যরা ছিনতাইকারীচক্রের ৮ সদস্যকে আটক করে এবং তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৫টি চাকু, কৌটা বাম ও দু’হাজার টাকা উদ্ধার করে। ঠিকাদারের বাড়িতে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৫ মার্চ ॥ ফরিদপুর শহরে মোকসেদ ফকির (৫২) নামে এক ঠিকাদারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী একদল ডাকাত মোকসেদকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে দুই লাখ ১৮ হাজার টাকা এবং ছয় ভরি ওজনের সোনার অলংকার নিয়ে গেছে। রবিবার রাত তিনটার দিকে ডাকাতির এ ঘটনা ঘটে শহরের ভাটিলক্ষ¥ীপুর মহল্লার ওই ঠিকাদারের বাড়িতে। এ ঘটনার সময় ওই ঠিকাদার বাড়িতে একাই ছিলেন।
×