ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মেসি-পাউলিনহোর গোলে বার্সার জয়

প্রকাশিত: ০৫:৪৬, ৩০ অক্টোবর ২০১৭

মেসি-পাউলিনহোর গোলে বার্সার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আমেরিকার দুই দেশের দুই তারকার গোলে স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে বার্সিলোনা। শনিবার রাতে এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক এ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে অতিথি বার্সা। কাতালানদের জয়ে গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাউলিনহো। বার্সা জিতলেও হোঁচট খেয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠে তারা ১-১ গোলে ড্র করেছে ভিয়ারিয়ালের সঙ্গে। রিয়াল-বার্সার সঙ্গে সমানতালে লড়াই করে চলেছে ভ্যালেন্সিয়া। তারা ২-১ গোলে পরাজিত করেছে আলাভেসকে। বর্তমানে ১০টি করে ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সিলোনা। সমান সংখ্যক ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়া দ্বিতীয় স্থানে। গত রাতের ম্যাচের আগে নয় ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে তৃতীয় স্থানে। একই পয়েন্ট নিয়ে চারে এ্যাটলেটিকো মাদ্রিদ। এখন পর্যন্ত লীগে অপরাজিত আছে বার্সিলোনা। দশ ম্যাচের নয়টিতে জয়ের বিপরীতে ড্র একটিতে। বিলবাওয়ের বিরুদ্ধেও প্রত্যাশিত জয় পেয়েছে তারা। অবশ্য ঘরের মাঠে শুরুতেই এগিয়ে যেতে পারত স্বাগতিকরা। ১৪ মিনিটে বার্সিলোনা ডিফেন্ডার স্যামুয়েল উমিটিটির হাতে বল লাগা নিয়ে পেনাল্টির জোর আবেদন করেন বিলবাওয়ের ফুটবলাররা। তবে সেই আবেদনে সাড়া দেননি রেফারি। এরপর বিলবাওয়ের বেশ কয়েকটি দুর্দান্ত আক্রমণ দারুণ দক্ষতায় রুখে দিয়েছিলেন বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের-স্টেগান। ম্যাচের ৩৬ মিনিটে বার্সা পেয়ে যায় প্রথম গোলের দেখা। দুর্দান্ত দক্ষতায় বিলবাওয়ের জালে বল জড়িয়ে দেন আর্জেন্টাইন তারকা মেসি। এবারের লীগে এটি তার ১২ নম্বর গোল। প্রতিদ্বন্দ্বীহীনভাবে মেসিই আছেন লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে অতিথিরা। বিরতির পর গোল শোধের মরিয়া চেষ্টা করে বিলবাও। কিন্তু একের পর এক আক্রমণ চালিয়ে যাওয়া বিলবাওকে হতাশ করেন বার্সার গোলরক্ষক টের-স্টেগান। আর শেষ বাঁশি বাজার ঠিক আগ দিয়ে উল্টো বিলবাওয়েরই জালে আরেকবার বল জড়িয়ে দেন ব্রাজিলিয়ান তারকা পাউলিনহো। এই ম্যাচের মধ্য দিয়ে চেনা পরিবেশে ফেরেন বার্সা কোচ আর্নেস্টো ভালভার্ডে। তিনি বরাবরই আলোচনার বাইরে থাকতে পছন্দ করেন। তবে তিনি চান আর না-ই চান এ্যাথলেটিক বিলবাও-বার্সিলোনা ম্যাচে আলো ঠিকই খুঁজে নেয় তাকে। কেননা এ ম্যাচের মধ্য দিয়ে নিজের সাবেক ক্লাবে ফেরেন ভালভার্ডে। এ্যাথলেটিক বিলবাওয়ের কোচ হিসেবে রেকর্ড সর্বোচ্চ ৩০৬ ম্যাচ ডাগআউটে বসেছেন ভালভার্ডে। আগের চারটি মৌসুমেই সান ম্যামেস ছিল তার হোম গ্রাউন্ড। এবার সেই মাঠেই তিনি প্রতিপক্ষ দলের বস হিসেবে দাঁড়িয়েছেন। প্রায় দেড় দশক আগে ২০০৩ সালে বিলবাওয়ের কোচিং ক্যারিয়ার শুরু করেন ভালভার্ডে। ওই বছরের আগস্টে নিজের অভিষেক ম্যাচে বার্সিলোনার মুখোমুখি হয় বিলবাও। ম্যাচটিতে ফ্রাঙ্ক রাইকার্ডের বার্সার কাছে হেরে যায় ভালভার্ডের দল। বিলবাওয়ের হয়ে প্রথম মেয়াদে দুই বছর দায়িত্ব পালন করেন ভালভার্ডে। তবে দ্বিতীয় মেয়াদে কিছুটা হলেও সফলতা পান তিনি। ২০১৫ সালে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জয় করে এ্যাথলেটিক বিলবাও। আশির দশকের পর স্পেনের প্রথম পর্যায়ের ঘরোয়া ফুটবলে এটাই বিলবাওয়ের উল্লেখযোগ্য সাফল্য। এদিকে শিরোপা প্রত্যাশী দুই দল বার্সা ও রিয়ালকে চাপে রেখেছে দারুণ খেলে চলা ভ্যালেন্সিয়া। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থেকে সে প্রমাণই রেখে চলেছে তারা। পরশু রাতে আলাভেসের মাঠ মেন্দিজোরোজা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৩৪ মিনিটে সিমিওনে জাজার গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। এই নিয়ে লীগে টানা ছয় ম্যাচে গোল করলেন জাজা। বিরতির পরপরই অবশ্য সমতায় ফেরে আলাভেস। ৪৯ মিনিটে এ্যালেক্সিন রুয়ানোর গোলে স্কোরলাইন ১-১ করে স্বাগতিকরা। ৬৫ মিনিটে জয়সূচক গোলের দেখা পায় ভ্যালেন্সিয়া। আলাভেস ডিফেন্ডার রড্রিগো এলি’র হাতে বল লাগলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। স্পট কিক থেকে গোল করে ভ্যালেন্সিয়াকে এগিয়ে নেন রড্রিগো। এই গোলেই দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে ভ্যালেন্সিয়া।
×