ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মালদ্বীপে বাংলাদেশীসহ এক শ’ শ্রমিক গ্রেফতার

প্রকাশিত: ০৪:৪৯, ১ অক্টোবর ২০১৭

মালদ্বীপে বাংলাদেশীসহ এক শ’ শ্রমিক গ্রেফতার

বিডিনিউজ ॥ বৈধ কাগজপত্র না থাকায় বাংলাদেশীসহ প্রায় ১০০ অভিবাসীকে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে মালদ্বীপ পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে রাজধানী মালের জিকরা মসজিদের রাস্তায় এ বিশেষ অভিযান চালানো হয় বলে মালদ্বীপের স্থানীয় পত্রিকাগুলোতে খবরটি এসেছে। মালদ্বীপ ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার প্রতিবেদনে বলা হয়, মালদ্বীপে প্রায় ১ লাখ ৩০ হাজার অভিবাসী শ্রমিক বসবাস করে বলে মনে করা হয়। এর মধ্যে নথিভুক্ত নয় এমন ৬০ হাজার শ্রমিক রয়েছে যাদের অধিকাংশই বাংলাদেশী ও ভারতীয়। এরা নির্মাণ ও পর্যটন খাতে কাজ করছে। বাংলাদেশী প্রবাসীরা জানান, গ্রেফতার হওয়া অবৈধ অভিবাসীদের অধিকাংশই প্রবাসী বাংলাদেশী শ্রমিক। তবে ঠিক কতজন রয়েছে বা তাদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। মালদ্বীপ অভিবাসন বিভাগের গণসংযোগ কর্মকর্তা হাসান খলিল বলেন, অবৈধ অভিবাসী গ্রেফতারের এ অভিযান মালদ্বীপ পুলিশ ও মালদ্বীপ অভিবাসন বিভাগ যৌথভাবে পরিচালনা করেছে।
×