ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

শেবাচিমে চার ঘণ্টা পর কর্মে ফিরেছেন চিকিৎসকরা

প্রকাশিত: ০৪:১১, ৬ আগস্ট ২০১৭

শেবাচিমে চার ঘণ্টা  পর কর্মে ফিরেছেন  চিকিৎসকরা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ চিকিৎসা সেবা বন্ধ রেখে চার ঘণ্টার বৈঠক শেষে কর্মে ফিরেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের বহিঃবিভাগের চিকিৎসরা। বৈঠকে হামলাকারী নার্সের বিরুদ্ধে মামলা দায়েরের আশ্বাসে তারা কর্মে ফিরেছেন। শনিবার রোগী সেবা বন্ধ রেখে সকাল সাড়ে আটটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত পরিচালকের কার্যালয়ে এ বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের প্যানেল স্পীকার এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি ও শেবাচিমের পরিচালক ডাঃ এসএম সিরাজুল ইসলাম। বৈঠক শেষে মেডিক্যাল অফিসার ও বিএমএর কেন্দ্রীয় সিসি সদস্য ডাঃ শিরিন সাবিহা তন্নি বলেন, বৈঠকে চিকিৎসকদের দাবির প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ হামলাকারী নার্সের স্বামী শাহ আলম ভূঁইয়ার পর এবার অভিযুক্ত নার্স এলিজা বেগমের বিরুদ্ধেও মামলা দায়ের করবে। পরিচালক ও সংসদ সদস্যের এমন আশ্বাসের প্রেক্ষিতে আমরা আমাদের কর্মে ফিরে যাচ্ছি। নার্সদের পক্ষ থেকে সিনিয়র স্টাফ নার্স সেলিনা বেগম জানান, আমাদের দাবি ছিল নার্স নয়, তার স্বামী শাহ আলমের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া। কেননা, নার্স এলিজার একটি অসুস্থ শিশুসন্তান রয়েছে। কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে না নেয়ায় পরবর্তীতে আমরা যেকোন কর্মসূচী ঘোষণা করব।
×