ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ নিহত পাঁচ

প্রকাশিত: ০৪:১০, ১০ জুন ২০১৭

সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ নিহত পাঁচ

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে নারী ও পথচারী, যশোরে কলেজছাত্রী, নওগাঁয় আরোহী ও কুষ্টিয়ায় ইবি শিক্ষার্থী নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। টাঙ্গাইল ॥ পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও নয়জন আহত হয়। শুক্রবার সকালে সখীপুর এবং কালিহাতী উপজেলার এ দুর্ঘটনা ঘটে। সখীপুর উপজেলার কচুয়া পুকুরপাড়ে শুক্রবার সকালে দুই অটোরিক্সার সংঘর্ষে একজন নিহত এবং নয় যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে কচুয়া পুকুরপাড়ে দুই যাত্রীবাহী অটোরিক্সার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলেয়া আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। নিহত আলেয়া আক্তার বাসাইল উপজেলার ময়থার চালা এলাকার আল-আমিনের স্ত্রী। এদিকে টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত কিবরিয়া (৩২) উপজেলার সল্লা ইউনিয়নের ভাওয়াল গ্রামের মৃত কাশেম মিঞার ছেলে। যশোর ॥ মণিরামপুরে যাত্রীবাহী বাসচাপায় তানজিম সুলতানা কুমু (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় সবুজ (৩০) নামে আরেকজন আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়কে মণিরামপুরের মোলামমিয়ার বটতলায় দুর্ঘটনাটি ঘটে। নিহত কুমু মণিরামপুর শহরের মোহনপুর এলাকার ব্যবসায়ী কামরুল হুদা মুকুলের মেয়ে। তিনি যশোর সরকারী এমএম কলেজের ইংরেজী (সম্মান) প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। আর আহত সবুজ যশোরের মুড়লী এলাকার নূর মোহম্মদের ছেলে। যশোর সিটি কলেজপাড়ায় তার দোকান রয়েছে। থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা সবুজকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। নওগাঁ ॥ শুক্রবার সকালে পোরশায় মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল সায়েদ (৫৫) নামে একব্যক্তি নিহত হয়েছেন। গুরতর আহত হয়েছে একরাম (২৫) নামে অপর এক যুবক। নিহত সায়েদ উপজেলার শরিয়ালা গ্রামের মৃত ওহেদ আলী ভাদুর পুত্র ও আহত একরাম একই গ্রামের ছামাদের পুত্র। জানা গেছে, এদিন তারা মোটরসাইকেলে শিশা বাজারে যাওয়ার পথে ভবানীপুর-শরিয়ালা রাস্তার নাকু শাহ’র বাগানের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। আহতাবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সায়েদ মারা যায় এবং গুরুতর আহত একরামকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইবি ॥ সড়ক দুর্ঘটনায় নাজমুল হাসান জীবন নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছে। সে বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র। জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের মধুপুর বাজারে মোটরসাইলের সঙ্গে ইঞ্জিনচালিত নছিমনের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরহী ইবি ছাত্র গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় বর্ষের অধ্যায়নরত ছিলেন। তিনি কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানার করাতিপাড়া গ্রামে আজিমুদ্দিনের ছেলে।
×