ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সঙ্গীতজ্ঞ ওস্তাদ মিহির নন্দী আর নেই

প্রকাশিত: ০৪:১২, ৮ মে ২০১৭

সঙ্গীতজ্ঞ ওস্তাদ মিহির নন্দী  আর নেই

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিশিষ্ট সুর সাধক, সঙ্গীতজ্ঞ, মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ওস্তাদ মিহির নন্দী শনিবার রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পরলোক গমন করেছেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। রবিবার চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন এবং পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে অভয়মিত্র শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। ওস্তাদ মিহির নন্দীর মৃত্যুতে চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। মিহির নন্দী দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তার প্রশিক্ষণে চট্টগ্রামে গড়ে ওঠে অসংখ্য মেধাবী ও গুণী শিল্পী। রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং উচ্চঙ্গ সঙ্গীতের প্রশিক্ষণ হিসেবে উপমহাদেশে তার খ্যাতি ছিল। মুক্তিযুদ্ধে তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন এবং অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধে। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেওচিয়া গ্রামে। চট্টগ্রামে তিনি গড়ে তোলেন সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ‘আনন্দধ্বনি।’ ১৯৬৪ সালে তিনি শিল্পী হিসেবে বেতারে তালিকাভুক্ত হন। রবিবার বেলা ১১টার দিকে ওস্তাদ মিহির নন্দীর মরদেহ আনা হয় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উদীচী শিল্পীগোষ্ঠী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেসক্লাব, সঙ্গীত পরিষদ, সদারঙ্গ উচ্চঙ্গ সঙ্গীত, শিল্পকলা একাডেমি, সম্মিলিত আবৃত্তি জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগ, নাট্যকলা বিভাগ, কমিউনিস্ট পার্টি, খেলাঘর আসর এবং মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
×