ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

গলে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের

প্রকাশিত: ০৫:৩৬, ১২ মার্চ ২০১৭

গলে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ ‘টেস্ট ক্রিকেটটা অনেক কঠিন’Ñ তিনমাস আগে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের ক্রিকেটাররা বারবার বলছিলেন এমন কথা। শ্রীলঙ্কা সফরে সিরিজের প্রথম টেস্টে আরেকবার সেটা হাড়েহাড়ে টের পেল বাংলাদেশ দল। ২৫৯ রানের বিশাল ব্যবধানে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে পরাজয়বরণ করেছে মুশফিকুর রহীমের দল। গল টেস্টের পঞ্চম ও শেষদিনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ১৯৭ রানেই শেষ হয় সফরকারীদের দ্বিতীয় ইনিংস। এমন ধ্বংসের পেছনে ছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক ও বাঁহাতি অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ। তিনি ৬ উইকেট শিকার করেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাঁহাতি স্পিনার হিসেবে সর্বাধিক ৩৬৬ উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়েছেন এ ৩৮ বছর বয়সী স্পিনার। দুই টেস্টে সিরিজে তার এমন দুর্দান্ত নৈপুণ্যে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে শ্রীলঙ্কা। স্বপ্ন দেখিয়েছিলেন সৌম্য সরকার ও তামিম ইকবাল। ৪৫৭ রানের বিশ্বরেকর্ড গড়তে হবে জেতার জন্য। লক্ষ্য সেটাই বেঁধে দিয়েছিল শ্রীলঙ্কা। কিন্তু সৌম্য চতুর্থদিনে ঝড়োব্যাটিং করে ৪৪ বলেই তুলে নেন অর্ধশতক। ৪৭ বলে অপরাজিত থাকেন ৫৩ রানে। দিনশেষে ৬৭ রান বিনা উইকেটে বাংলাদেশের। শনিবার শেষদিনে আর ৩৯০ রান প্রয়োজন ছিল বাংলাদেশের জয়ের জন্য। পঞ্চমদিনে সেখান থেকেই শুরু করতে চেয়েছিলেন আগের মতো করে সৌম্য। কিন্তু ২ বলের বেশি টিকতে পারেননি। আসেলা গুনারতেœর করা দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলেই বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন সৌম্য। এরপর দিলরুয়ান পেরেরার বিধ্বংসী বোলিংয়ের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি মুমিনুল হক (৫) ও তামিম ইকবাল (১৯)। সাকিব আল হাসানও ক্রিজে আসার পর তাকে নিজের প্রথম শিকারে পরিণত করেন হেরাথ। এরপর পুরো ইনিংসটাই হয়ে গেছে হেরাথময়। ওই ওভারেই তিনি ফিরিয়ে দেন মাহমুদুল্লাহ রিয়াদকে (০)। মুশফিক-লিটন দাস জুটি কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। ষষ্ঠ উইকেটে ৫৪ রান যোগ করেন তারা। কিন্তু মুশফিক ৩৪ রান করে সাজঘরে ফেরার পর বড় পরাজয় নিশ্চিত হয়। লিটনও ৩৫ রান করে ফিরে যান। এরপর একাই কিছুক্ষণ লড়াই করেছেন মেহেদি হাসান মিরাজ। কিন্তু তিনি উপযুক্ত সঙ্গীর অভাবে সেটা দীর্ঘ করতে পারেননি। শেষ ব্যাটসম্যান হিসেবে ২৮ রানে তিনি সাজঘরে ফিরলে ১৯৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। হেরাথ নেন ৫৯ রানে ৬ উইকেট। দুই ইনিংস মিলিয়ে তার ঝুলিতে গেছে বাংলাদেশের ৯টি উইকেট। ৭৯ টেস্টে ৩৬৬ উইকেট শিকার করে এখন নতুন বিশ্বরেকর্ডের মালিক তিনি। এর আগে বাঁহাতি স্পিনার হিসেবে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ড্যানিয়েল ভেট্টরি ১১৩ টেস্টে ৩৬২ উইকেট নিয়ে ছিলেন সবার ওপরে। এখন সবার ওপরে চলে গেলেন হেরাথ। ২৫৯ রানের বিশাল পরাজয়ে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল বাংলাদেশ। সফরকারীরা এবার জয়ের আত্মবিশ্বাস নিয়ে শ্রীলঙ্কায় খেলতে গেলেও মাঠে সেটার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে। তবে পি.সারা ওভালে ঐতিহাসিক এক মাইলফলক অর্জন করবে মুশফিকের দল। নিজেদের শততম টেস্ট খেলবে বাংলাদেশ। ওই টেস্টে দারুণ কিছু করাটাও এখন কঠিন চ্যালেঞ্জ হয়ে যাবে এমন নির্মম পরাজয়ের পর।
×