ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নতুন এ্যাপ বানাচ্ছে ফেসবুক

প্রকাশিত: ০৬:২১, ১১ ফেব্রুয়ারি ২০১৭

নতুন এ্যাপ বানাচ্ছে  ফেসবুক

এ্যাপলের এ্যাপল টিভিসহ টেলিভিশন সেট-টপ বক্সগুলোর জন্য নতুন এক এ্যাপ বানাচ্ছে ফেসবুক, সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ খবর জানিয়েছে ব্যবসা বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। এ নিয়ে চুক্তি করতে মিডিয়া প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করছে বিশ্বের সবচেয়ে বড় এই সামাজিক মাধ্যম, মঙ্গলবার এক প্রতিবেদনে জানায়, দৈনিকটি। এ নিয়ে ফেসবুক কোন মন্তব্য করতে অস্বীকার করেছে বলে জানায় রয়টার্স। সেট-টপ বক্সের জন্য এ্যাপ আনলে এটি ফেসবুককে সরাসরি ভিডিও আর ভিডিও বিজ্ঞাপন খাতে আরও ঘনিষ্ঠ করবে। আর বেশি ভিডিও কিনতে বিজ্ঞাপনদাতাদের আকৃষ্ট করার মাধ্যমে ফেসবুকের আয় বৃদ্ধি অব্যাহত রাখার পথ সহজ হবে। ছবি আর টেক্সটভিত্তিক বিজ্ঞাপনের চেয়ে ভিডিও’র ক্ষেত্রে বিজ্ঞাপনদাতাদের একটি চড়া মূল্যই গুনতে হয়। সামাজিক মাধ্যমগুলোতে সরাসরি ভিডিও ধীরে ধীরে একটি উচ্চ প্রতিযোগিতামূলক ফিচার হয়ে দাঁড়াচ্ছে, বলা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে। এ ক্ষেত্রে প্রতিযোগিতার মাঠে রয়েছে বড় বড় ক্রীড়া অনুষ্ঠান সম্প্রচারকারী থেকে শুরু করে অস্কার বা গ্র্যামি এ্যাওয়ার্ডের মতো বিশেষ অনুষ্ঠানের ভিডিও সম্প্রচারকারীরা। ২০১৬ সালের এপ্রিলে ফেসবুক তাদের সরাসরি ভিডিও ফিচার ফেসবুক লাইভ বিস্তৃত করে। ফিচারটি নিজেদের এ্যাপে নিয়ে আসে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীদের জন্য ভিডিও সার্চ সহজ ও সরাসরি ভিডিও দেখার সময় তাৎক্ষণিক কমেন্টের সুযোগও আনা হয়। আইটি ডট কম ডেস্ক
×