ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

তৃতীয় ওয়ানডেতে ৭ উইকেটের বড় হার সফরকারী শ্রীলঙ্কার

সিরিজ নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত: ০৫:৩৩, ৬ ফেব্রুয়ারি ২০১৭

সিরিজ নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস রিপোর্টার ॥ দুই ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ওয়ানডেতে ৭ উইকেটের বড় জয়ে এবার লঙ্কানদের উড়িয়ে দিল প্রোটিয়ারা। জোহানেসবার্গে বরবারের মতো ব্যাটিং ব্যর্থতাই সফরকারীদের ডুবিয়েছে। দ. আফ্রিকার সাঁড়াশি বোলিয়ের মুখে ৩৯.২ ওভার মাত্র ১৬৩ রানে অলআউট হয় উপুল থারাঙ্গার দল। জবাবে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের হাফ সেঞ্চুরির (৬০*) ওপর ভর করে ৩২ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। ৭ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন প্রোটিয়া পেসার ডুয়াইন প্রিটোরিয়াস। দাপুটে এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০তে এগিয়ে গেল ডি ভিলিয়ার্সের দল। কেপটাউনে মঙ্গলবার অনুষ্ঠিত হবে চতুর্থ ওয়ানডে। ওপেনার নিরোশান দিকওয়েলার হাফ সেঞ্চুরি সত্ত্বেও (৮০ বলে ৭৪) ৪০ ওভারের আগেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। এ নিয়ে তিন ওয়ানডেতেই পুরো ৫০ ওভার ব্যাট করতে ব্যর্থ সফরকারীরা। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ অধিনায়ক থারাঙ্গার। ওপেনিং জুটিতে ৬০ তোলা লঙ্কানদের শুরুটা অবশ্য মন্দ ছিল না। কিন্তু বাকিরা পুরোপুরি ব্যর্থ। এরপর দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল ধনঞ্জয়া ডি সিলভা (১৬) ও সচিথ পাথিরানা (১৮)। তার আগে ২৭তম ওভারে মাঠে মৌমাছি প্রবেশের কারণে খেলা প্রায় ঘণ্টাখানেক বন্ধ থাকে। শ্রীলঙ্কার স্কোর তখন ১১৭/৪। ৭ চারের সাহায্যে সর্বোচ্চ ৭৪ রান করা দিকওয়েলাকে ফেরান প্রিটোরিয়াস। উইকেটের পেছনে ক্যাচ ধরেন কুইন্টন ডি’কক। ৭২তম ওয়ানডতে ডিসমিসলের সেঞ্চুরি (১০০) পূর্ণ করেন তরুণ উইকেটরক্ষক। কাগিসো রাবাদা, এ্যান্ডেল ফেহলুকায়ায়ো, ইমরান তাহির নিয়েছেন ২টি করে উইকেট। হতাশ লঙ্কান অধিনায়ক থারাঙ্গা বলেন, ‘আমরা শুরুর ছন্দ ধরে রাখতে পারিনি। নিরোশান ভাল ব্যাট করেছে, কিন্তু তাকে সাহায্য করার কেউ ছিল না।’ অল্প পুঁজি নিয়ে প্রোটিয়াদের সঙ্গে লড়াই করা সহজ নয়। যদিও ৫৮ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে স্বাগতিকরা কিছুটা চাপে পড়েছিল। কিন্তু হাসিম আমলা (৩৪), ফ্যাফ ডুপ্লেসিস (২৪), ডি ভিলিয়ার্স (৬০*) ও জেপি ডুমিনির (২৮*) ব্যাটে ৩২ ওভারে ৩ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় দ. আফ্রিকা। ব্রেস্ট ক্যান্সার বিষয়ে বিশ্বজুড়ে সচেতনতা বাড়াতে শনিবার ছিল ‘পিংক ডে’, ডি ভিলিয়ার্সরা এদিন গোলাপী জার্সি পরে মাঠে নামেন। স্টেডিয়ামে দর্শকদের গায়েও ছিল গোলাপী রং। বিজয়ী অধিনায়ক এবি বলেন, ‘এখানকার সমর্থকরা চমৎকার। কিন্তু আমরা তাদের খুব বেশি ছক্কা উপহার দিতে পারিনি। আমাদের লক্ষ্য ছিল সিরিজ জয় এবং সেটাই করেছি। ছেলেরা দারুণ বল করেছে।’ স্কোর ॥ শ্রীলঙ্কা ১৬৩/১০ (৩৯.২ ওভার; দিকওয়েলা ৭৪, থারাঙ্গা ৩১, মেন্ডিস ৪, চান্দিমাল ৪, ধনঞ্জয়া ১৬, গুনারতেœ ২, পাথিরানা ১৮, মধুশঙ্কা ০, লাকমল ০, কুমারা ৫, সান্দাকান ০*; রাবাদা ২/৩৯, মরিস ১/৩৮, প্রিটোরিয়াস ৩/১৯, ডুমিনি ০/১৭, ফেহলুকয়ায়ো ২/২৬, তাহির ২/২১)। দক্ষিণ আফ্রিকা ১৬৪/৩ (৩২ ওভার ; ডি’কক ৮, আমলা ৩৪, ডুপ্লেসিস ২৪, ডি ভিলিয়ার্স ৬০*, ডুমিনি ২৮*; কুমারা ১/৪৯, মধুশঙ্কা ১/১৫)। ফল ॥ দ. আফ্রিকা ৭ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ প্রিটোরিয়াস (দ. আফ্রিকা)। সিরিজ ॥ পাঁচ ওয়ানডের সিরিজে দ. আফ্রিকা ৩-০তে এগিয়ে।
×