ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

খুলনায় সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১০ প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান

প্রকাশিত: ০৫:১৪, ১১ ডিসেম্বর ২০১৬

খুলনায় সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১০ প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে শনিবার সকালে খুলনা কাস্টমস, এক্সাইজ এ্যান্ড ভ্যাট কমিশনারেট র‌্যালি, সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১০ প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠান আয়োজন করে। স্থানীয় একটি হোটেলে সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, করদাতাদের কর প্রদানের পথ সহজ করতে হবে। তাহলে স্বাচ্ছন্দ্যে তারা কর দিতে এগিয়ে আসবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ এ্যান্ড ভ্যাট কমিশনার কে এম অহিদুল আলম। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ মিজানুর রহমান মিজান, এনবিআর সদস্য (আয়করনীতি) পারভেজ ইকবাল, কর কমিশনার মোঃ ইকবাল হোসেন, মোংলা কাস্টম হাউসের কমিশনার ড. মোহাম্মদ আল আমিন প্রামানিক এবং খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস, এক্সাইজ এ্যান্ড ভ্যাট (আপীল) কমিশনারেটের কমিশনার ড. আবদুল মান্নান শিকদার। অনুষ্ঠানে ২০১৪-১৫ অর্থবছরে উৎপাদন, সেবা ও ব্যবসা এ তিনটি ক্যাটাগরিতে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১০টি প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- উৎপাদনে খুলনার খোরশেদ মেটাল ইন্ডাস্ট্রিজ, বাগেরহাটের হ্যামকো ইন্ড্রাস্ট্রিজ লিঃ, সাতক্ষীরার সুমি ইউপিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজ; সেবায় খুলনার হোটেল ক্যাসল সালাম লিঃ, বাগেরহাটের হোটেল আল আমিন, সাতক্ষীরার সোনারগাঁও হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট; ব্যবসায় খুলনার সোনাডাঙ্গাস্থ আবুল খায়ের স্টিল, বাগেরহাটের ওয়াল্টন প্লাজা, সাতক্ষীরার ওয়াল্টন প্লাজা এবং মাদারীপুরের সিগমা ট্রেডার্স। রতন টাটার বিরুদ্ধে শেয়ারহোল্ডারদের মামলা অর্থনৈতিক রিপোর্টার ॥ টাটাদের বিরুদ্ধে সাইরাস মিস্ত্রি ফের তোপ দাগার দিনেই রতন টাটা এবং টাটা গোষ্ঠীর ২৯ জন সদস্যের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করলেন সংস্থার চার সংখ্যালঘু শেয়ারহোল্ডার। বম্বে হাইকোর্টে দাখিল করা এই মামলা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। শুনানির জন্য তা নথিভুক্তও হয়নি। তবে এই মামলার জবাব আদালতেই দেয়া হবে বলে গত শুক্রবার রাতে জানিয়েছেন টাটা গোষ্ঠীর মুখপাত্র। তাঁর কথায়, মামলার বয়ান খতিয়ে দেখেই ব্যবস্থা নেয়া হবে। এদিকে, টাটা সংস্থাগুলোর পর্ষদ থেকে মিস্ত্রিকে সরাতে শেয়ারহোল্ডারদের সমর্থন চেয়ে গত বুধবার চিঠি দিয়েছিলেন রতন টাটা। আর শুক্রবার তার পাল্টা আবেদন জানালেন মিস্ত্রি। টাটা মোটরসের বিশেষ সাধারণ সভা ২২ ডিসেম্বর। সেই যুদ্ধে নামার আগে গাড়ি সংস্থাটির শেয়ারহোল্ডারদের কাছে সংস্থার সমস্যা ব্যাখ্যা করে তাঁদের সমর্থন চেয়েছেন তিনি। মিস্ত্রির দাবি, গত চার বছরে টাটা মোটরস মাত্র দুটি মডেলের গাড়ি এনেছে। তাও আবার তাদের পুরনো গাড়ির আদলেই তৈরি। ফলে তার বিরূপ প্রভাব পড়েছে সংস্থার ব্র্যান্ডের ওপর। সমস্যা রয়েছে জাগুয়ার-ল্যান্ডরোভারের সামনেও।
×