ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

দুদক কর্মকর্তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের নির্দেশ

প্রকাশিত: ০৮:৪০, ২৫ নভেম্বর ২০১৬

দুদক কর্মকর্তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানী (তদন্ত) কর্মকর্তা মোঃ আনোয়ারুল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে কমিশনের চেয়ারম্যানর প্রতি নির্দেশ দিয়েছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। এ সংক্রান্ত লিভ টু আপীলের শুনানি শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপীল বিভাগের বেঞ্চ এ আদেশ দেয়। ঢাকার বনানীর গার্মেন্ট ব্যবসায়ী আশরাফুল হক নোটিস পেয়ে দুইবার সম্পদের তথ্য বিবরণী জমা দেয়ার পরও তাকে তৃতীয় দফা একই নোটিস দেয় দুদক। দুদকের ওই নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন আশরাফুল হক। হাইকোর্টে ওই রিট খারিজ হওয়ার পর এর বিরুদ্ধে লিভ টু আপীল করেন তিনি। এই লিভ টু আপীলের শুনানির পর বৃহস্পতিবার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় আপীল বিভাগ।
×