ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

৮৫ কোটি টাকা ব্যয়

দিনাজপুর কারাগারের কাজ সম্পন্ন

প্রকাশিত: ০৪:১৯, ১২ নভেম্বর ২০১৬

দিনাজপুর কারাগারের  কাজ সম্পন্ন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ৮৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে জেলা কারাগার নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্মিত ভবনগুলো কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। দিনাজপুর গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী বাহাদুর আলী জানান, গত ২০১০-১১ অর্থবছরে জেলা কারাগার নির্মাণের জন্য ৪৩টি প্যাকেজে দরপত্র আহ্বানের মাধ্যমে নির্মাণ কাজের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়। মোট ৪৩টি নির্মাণ প্যাকেজের প্রকল্প ব্যয় নির্ধারণ করা হয়েছিল ৮০ কোটি টাকা। পরবর্তীতে নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় অতিরিক্ত সাড়ে ৪ কোটি টাকা ব্যয় বৃদ্ধি করা হয়। নির্মাণ কাজ শেষ পর্যায়ে প্রকল্পের ব্যয় হয় ৮৪ কোটি ৫০ লাখ টাকা। সূত্রটি জানায়, দেশের মধ্যে জেলা পর্যায়ে কারা ভবন নির্মাণ ও নিরাপত্তা প্রাচীর এবং আনুষঙ্গিক কার্যক্রমে উল্লেখযোগ্য উন্নয়ন দিনাজপুরের জেলা কারাগার। নির্মাণ ভবনের মধ্যে রয়েছে বিচারাধীন হাজতিদের জন্য ৬ তলা বিশিষ্ট ৪ হাজার স্কয়ার ফিটের ৬টি ভবন, কয়েদিদের জন্য ৪ হাজার স্কয়ার ফিটের ৫ তলাবিশিষ্ট ৩টি ও ২ তলা ১টি ভবন, মহিলা হাজতি ও কয়েদিদের জন্য ২ তলাবিশিষ্ট ২টি ভবন, ৭৫ শয্যাবিশিষ্ট ২ তলা ১টি হাসপাতাল ভবন, শিশু ও কিশোর বন্দীদের জন্য ২ তলাবিশিষ্ট ১টি ভবন, ডিভিশনপ্রাপ্ত বন্দীদের জন্য ২ তলাবিশিষ্ট ১টি ভবন, গুরুতর অপরাধীদের জন্য ২৪টি সেল কক্ষ বিশিষ্ট ২টি ২ তলা ভবন নির্মাণ করা হয়েছে। এছাড়া কারা নিরাপত্তা এলাকার মধ্যে লাইব্রেরি কাম পাঠাগার ভবন, কয়েদি ও হাজতিদের শিক্ষার জন্য নৈশ স্কুলের জন্য ২টি ২ তলা ভবন। কয়েদি ও হাজতিদের কর্ম প্রশিক্ষণ দেয়ার জন্য ওয়াকশপ, কুঠিরশিল্প, দর্জি প্রশিক্ষণ, ইলেক্ট্রনিক ও মেকানিক্যাল প্রশিক্ষণ স্থাপনে ৪টি ২ তলা ভবন। রান্নাঘর ৫ কক্ষ বিশিষ্ট ১ তলা ভবন ও ১টি বৃহৎ আকারের মসজিদ নির্মাণ করা হয়েছে। কারাগার নিরাপত্তা প্রাচীরের বাইরে আবাসিক এলাকায় কারারক্ষীদের জন্য ৬০০ বর্গফুটের ৫ তলাবিশিষ্ট ৮টি ভবন, কারারক্ষীদের ৬ তলাবিশিষ্ট ১টি ব্যারাক ভবন, ননগেজেটেড কর্মকর্তাদের জন্য ৮০০ বর্গফুটের ৪ তলাবিশিষ্ট ২টি ভবন, জেল সুপার, জেলার, চিকিৎসক, ডেপুটি জেলারদের জন্য ১টি করে পৃথক ভবন নির্মাণ করা হয়েছে। কারাগারের নিরাপত্তার জন্য ৬ হাজার ফিট সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে। কারাগারের নিরাপত্তায় প্রায় ৪০ ফিট বিশিষ্ট ১২টি চৌকি স্থাপন করে নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। সূত্রটি জানায়, কারাগারের ভেতরে চলাচলের জন্য পাকা রাস্তা, স্যানিটেশন ব্যবস্থা, পানি সরবরাহের জন্য কেন্দ্রীয় মোটর স্থাপন ও বাইরে দর্শনার্থীদের জন্য বসার স্থান, অফিসিয়াল কাজের জন্য পৃথক ৬ কক্ষ বিশিষ্ট রুম স্থাপন এবং মালামাল রাখার জন্য ৩টি গুদামঘর নির্মাণ করা হয়েছে। নির্মিত কাজের ৭০ শতাংশ ইতোমধ্যে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট কাজ নির্মাণ সম্পন্ন হলেও জনবলের কারণে কারা কর্তৃপক্ষ হস্তান্তর নিতে পারছে না বলে জানানো হয়। দিনাজপুর জেল সুপার আবু সাঈদ সরকার জানান, কারাগারের নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে। এখন ১ হাজার ৮০০ কয়েদির ধারণক্ষমতা থাকলেও এর দ্বিগুণ কয়েদি এই কারাগারে স্বচ্ছন্দে রাখা যাবে। বর্তমানে জেল খানায় কয়েদি ও হাজতি মিলে প্রায় দেড় হাজার বন্দী রয়েছে। মাদকাসক্তদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে কারাগারে পাঠানো হলে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আনতে উদ্বুদ্ধ করা হচ্ছে।
×