ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কৃত্রিম ধমনী আবিষ্কার!

প্রকাশিত: ০৫:৪৯, ২০ অক্টোবর ২০১৬

কৃত্রিম ধমনী আবিষ্কার!

অতটুকু শিশু, তার শরীরে হয় তো আর বার বার ছুরি, কাঁচি চালাতে হবে না। একটা শিশুকে হয় তো আর বিঁধতে হবে না অস্ত্রোপচারের হাজারও ধারালো ‘অস্ত্রে’! ধমনী দিয়ে রক্ত বয়ে যাওয়ার সময় বাধা পাচ্ছে বলে যাদের হার্ট এ্যাটাক হয়, তাদেরও বোধ হয় দুশ্চিন্তার দিন ফুরল! আর দু’-তিন বছরের মধ্যেই হয় তো বাজারে আসতে চলেছে কৃত্রিম ধমনী। আমার, আপনার শরীরে যে কৃত্রিম ধমনীর মধ্যে দিয়ে কোন বাধা, বিপত্তি ছাড়াই তরতরিয়ে বইতে পারবে রক্তস্রোত। আর যেটা আরও চমকে দেয়ার মতো তথ্য তা হলো, একটা ছোট্ট টিউবের মতো কৃত্রিম ধমনী আমার, আপনার শরীরে বসিয়ে দেয়া হলে, তা খুব অল্প সময়ের মধ্যেই বড় হতে থাকবে। একবারে প্রাকৃতিক নিয়মেই। বাইরে থেকে ‘গায়ের জোর’ খাটাতে হবে না। নিতে হবে না কোন কৃত্রিম উপায়। যার শরীরে বসানো হলো ওই ছোট্ট টিউবের মতো ধমনী, তার শরীরের ক্ষুদ্র্রাতিক্ষুদ্র কোষ, কলাগুলো যখন, যতটা সময়ের সঙ্গে বাড়ে সেই গতিতেই সেগুলো শরীরের ভেতরে বসানো কৃত্রিম ধমনীকে ঠেলে বাড়িয়ে নিয়ে যেতে পারবে, দিতে পারবে তার পূর্ণাঙ্গ রূপ। বিশ্বজুড়ে হৈচৈ ফেলে দেয়া এই আবিষ্কারটি করেছে আমেরিকার মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের কলেজ অব সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রবার্ট ট্রাঙ্কুইল ও তার দল। এই দলে অনিতা কুলকার্নি নামে একজন অনাবাসী ভারতীয়ও রয়েছেন। গবেষনাটি সম্প্রতি নেচার সাময়িকীতে প্রকাশিত হয়েছে। সাড়া জাগানো ওই গবেষণাপত্রটির শিরোনামÑ ‘টিস্যু ইঞ্জিনিয়ারিং অব আসেলুলার ভাসকুলার গ্র্যাফটস কেপাবল অব সোম্যাটিক গ্রোথ ইন ইয়ং ল্যাম্বস।’ প্রফেসর অনিতা কুলকার্নির কথায়, ভেড়ার বাচ্চার চামড়ার কোষের সঙ্গে জিল্যাটিনের মতো একটা রাসায়নিক পদার্থ (ফাইব্রিন) মিশিয়ে ওই কৃত্রিম ধমনীর টিউবটাকে বানিয়েছি। তার পর টানা পাঁচ সপ্তাহ ধরে শরীরের কোষ, কলাগুলোকে একটু একটু করে গায়ে-গতরে বাড়িয়ে তোলার জন্য প্রয়োজনীয় পুষ্টিকর পদার্থ বায়ো-রিএ্যাক্টরের মাধ্যমে ওই টিউবে ঢুকিয়েছি। তারপর ওই টিউবটিকে একটি বিশেষ ধরনের ডিটারজেন্ট দিয়ে ধুয়ে তার গায়ে লেগে থাকা ভেড়ার চামড়ার কোষগুলোকে সরিয়ে দিয়েছি। কারণ, ওই কোষগুলোর স্বাভাবিক বৃদ্ধির জন্য কৃত্রিম ধমনীতে রক্তস্রোত বাধা পেতে পারে। তিনি বলেন, খুব শীঘ্রই মানুষের শরীরে বসিয়ে এই কৃত্রিম ধমনীর কার্যকারিতা প্রমাণের পরীক্ষা-নিরীক্ষাও শুরু হবে। -আনন্দবাজার অনলাইন অবলম্বনে।
×