ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু এ্যাভিনিউতে ২৪ মিনিট নীরবতা

প্রকাশিত: ০৮:৪০, ২১ আগস্ট ২০১৬

বঙ্গবন্ধু এ্যাভিনিউতে ২৪ মিনিট নীরবতা

স্টাফ রিপোর্টার ॥ একুশ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ২৪ মিনিট নীরবতা পালন করেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তানের নেতাকর্মীরা। শনিবার রাত ১২টা ১ মিনিটে রাজধানী বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচী শুরু হয়। আয়োজক সংগঠনের নেতাকর্মীরা প্রথম প্রহরে মোমবাতি হাতে অবস্থান নেন। এ সময় গ্রেনেড হামলায় শাহাদাতবরণকারী ২৪ জনের স্মরণেই ২৪ মিনিট নীরবতা পালন করা হয়। ২০০৪ সালের ভায়াল সেই ২১ আগস্ট বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলের প্রতিবাদ সভায় গ্রেনেড হামলায় ২৪ জন প্রাণ হারান। ওই ঘটনায় অনেকেই পঙ্গুত্ব বরণ করেন। তাদের মধ্যে অনেকে এখনও শরীরে স্পিøন্টার বহন করে বেঁচে আছেন।
×