ঢাকা, বাংলাদেশ   রোববার ১২ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ক্যাবল সংযোগ ছাড়াই স্যাটেলাইট সুবিধা দেবে বেক্সিমকো

প্রকাশিত: ০০:১৪, ১০ মার্চ ২০১৬

ক্যাবল সংযোগ ছাড়াই স্যাটেলাইট সুবিধা দেবে বেক্সিমকো

অর্থনৈতিক রিপোর্টার ॥ ক্যাবল সংযোগ ছাড়াই দেশে প্রথমবারের মত স্যাটেলাইট থেকে সরাসরি টেলিভিশন দেখার সুবিধা দিতে ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবা চালু করছে বেক্সিমকো কমিউনিকেশন লিমিটেড। বৃহস্পতিবার রাজধানীর হোটেল লেকশোরে ডিটিএইচ প্রযুক্তির লোগো উন্মোচনের আয়োজন করে প্রতিষ্ঠানটি। বেক্সিমকো কমিউনিকেশনসের প্রধান নির্বাহী দিমিত্রি লেপিস্কি জানান, রিয়েল ভিউ’ নামের এই সেবাটি আগামী বাংলা নববর্ষ থেকে গ্রাহকরা ভোগ করতে পারবেন। নতুন প্রজন্মের বিনোদন চাহিদার উপর ভিত্তি করে দেশে এ সেবা চালু করা হচ্ছে। ইতোমধ্যেই ডিস্ট্রিবিউটেরদের তালিকা চূড়ান্তসহ সব ধরনের প্রস্ততি সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে টিভি দেখার বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি এটি। এর মাধ্যমে স্যাটেলাইট থেকে টেলিভিশনে সরাসরি সিগন্যাল পাওয়া যাবে। ফলে ক্যাবল সংযোগ ছাড়াই গ্রাহকেরা বিভিন্ন চ্যানেল দেখতে পারবেন। এতে চ্যানেলগুলোর ছবি ও শব্দ আরও আকর্ষণীয় হবে। দিমিত্রি দাবি করেন, দেশের দর্শকদের টিভি দেখার অভিজ্ঞতায় আমূল পরিবর্তন আনবে এই সেবা। শুরুতে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে এ সেবা চালু করলেও ধীরে ধীরে দেশব্যাপী এই সেবা ছড়িয়ে দেওয়া হবে। অনুষ্ঠানে জানানো হয়েছে, প্রতি মাসে ৩০০ টাকা বিল পরিশোধ করে ২৬টিরও বেশি বাংলা চ্যানেলসহ বিশ্বের ১০০টিরও বেশি চ্যানেল দেখতে পারবেন ডিটিএইচ আওতাধীন গ্রাহকরা। দেশ-বিদেশের প্রধান সব চ্যানেলই এখানে গুরুত্ব পাবে। পাশাপাশি পাঁচটি হাই ডেফিনেশনের (এইচডি) চ্যানেল দেখা যাবে একই প্যাকেজে। ডিটিএইচ সেবার নিয়ম সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এ সেবা পেতে একটি সেট টপবক্স এবং ডিশ অ্যান্টেনার প্রয়োজন হবে। ইন্সটলেশন এবং মূল্য পরিশোধের পরই গ্রাহক ডিটিএইচ সেবা উপভোগ করতে পারবেন। তবে সংযোগ পেতে মোট কত ব্যয় হবে - তা এখনও নিশ্চিত করে বলতে পারেনি বেক্সিমকো কমিউনিকেশস লিমিটেড। প্রসঙ্গত, ২০১৩ সালের ডিসেম্বর মাসে বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডকে ডিটিএইচ সেবার লাইসেন্স প্রদান করে বিটিআরসি। নতুন সেবাটি যৌথভাবে চালু করছে দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক গোষ্ঠী বেক্সিমকো গ্রুপ এবং রাশিয়ার জিএস গ্রুপ। টেলিযোগাযোগ এবং অন্যান্য ক্ষেত্রে নিজস্ব প্রযুক্তি সরবরাহ করে রাশিয়ার বিনিয়োগকারী প্রতিষ্ঠান জিএস গ্রুপ। এর আগে কম্বোডিয়া ও পাকিস্তানসহ বিভিন্ন দেশে প্রযুক্তিগত সুবিধা দিয়েছে প্রতিষ্ঠানটি।
×