ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

পটুয়াখালীর বদরপুরে ঈদ উদযাপন

নিজস্ব সংবাদদাতা, বরিশাল

প্রকাশিত: ১৩:৩৭, ১০ এপ্রিল ২০২৪

পটুয়াখালীর বদরপুরে ঈদ উদযাপন

ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। 

বিশ্বের আকাশে চাঁদ দেখতে পাওয়ায় বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার বদরপুর গ্রামের বদরপুর দরবার শরিফে আজ উদযাপন করা হচ্ছে। 

বুধবার (১০ এপ্রিল) সকাল ৯টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। বদরপুর মাজারে ঈদের জামাতে বদরপুর গ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা ঈদের জামাতে অংশগ্রহণ করে। 

আরও পড়ুন : খেটে খাওয়া মানুষের ব্যতিক্রমধর্মী উদ্যোগ ‘গোশত সমিতি’

৮৩ বছরের ঐতিহ্য ও ধর্মীয় রীতিনীতি ধরে তারা বিশ্বের যে কোনো দেশে চাঁদ দেখা গেলে রোজা রাখেন এবং ঈদ উদযাপন করেন। সকালে বদরপুর দরবার শরিফ জামে মসজিদে এ ঈদের জামাতের ইমামতি করে ইমাম মাওলানা মো. শফিকুল আলম গণি। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ঈদের জামাতে স্থানীয় শতশত মুসল্লি অংশ নেন।

ঈদের জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় দরবার শরিফের পক্ষ থেকে মুসল্লিদের পায়েস খাওয়ানো হয়।

এম হাসান

×