ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ক্যাম্পেন

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ২২:৫৪, ২০ মার্চ ২০২৪

নীলফামারীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ক্যাম্পেন

নারীর প্রতি সহিংসতা রোধে বুধবার জলঢাকায় সাইকেল র‌্যালি

জলঢাকায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক দুদিনের ক্যাম্পেন অনুষ্ঠিত হয়েছে। নারীর প্রতি সহিংসতা বন্ধের মাধ্যমে সুন্দর এবং ঐক্যের সমাজ গঠনের লক্ষ্যে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদ মাঠে এ ক্যম্পেন অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় দুদিনের  ক্যাম্পেনের আয়োজন করে উন্নয়ন সংস্থা ইউএসএস এবং ইএসডিও। বুধবার সকালে ৬০ কিশোর-কিশোরীর অংশগ্রহণে বাইসাইকেল শোভাযাত্রার মধ্যদিয়ে ক্যাম্পেনের দ্বিতীয় দিনের সূচনা ঘটে। এরপর অনুষ্ঠিত সভায় বাল্যবিয়ের শিকার পাঁচ যুব নারী তাদের জীবনের কথা তুলে ধরেন।

শিমুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান হামিদুল হকের সভাপতিত্বে বক্তৃতা দেন উপজেলার মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক তপন কুমার রায়, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের হেড অব সেন্ট্রাল অ্যান্ড নর্দান রিজিয়ন প্রোগ্রামস আশিক বিল্লাহ, অ্যাসিসটেন্ট স্পনসরশিপ ম্যানেজার হাসিনুল কবির, শিমুলবাড়ি এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যতিষ চন্দ্র রায় প্রমুখ।

×