ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের প্রথম নারী ফিফা এলিট রেফারি সালমা

প্রকাশিত: ২০:৫২, ২০ ফেব্রুয়ারি ২০২৩

বাংলাদেশের প্রথম নারী ফিফা এলিট রেফারি সালমা

সালমা

বাংলাদেশের ফুটবলের রেফারিংয়ের ইতিহাসে ২০ ফেব্রুয়ারি দিনটা নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে। কেননা এদিন জানা যায়, সালমা আক্তার মনিই হচ্ছেন বাংলাদেশের প্রথম নারী ফিফা এলিট রেফারি। বাফুফে রেফারি মাহমুদ জামাল ফারুকী নাহিদ জনকণ্ঠকে জানান, ‘গত মাসের ১৬-১৯ তারিখ পর্যন্ত মালয়েশিয়ার কুয়ালালামপুর অনুষ্ঠিত হয় নারী ফিফা এলিট রেফারিং পরীক্ষা। এতে অংশ নেন এশিয়ার ১৩ নারী রেফারি। এদের মধ্যে বাংলাদেশের সালমা এবং জয়া চাকমাও ছিলেন। আজ (সোমবার) পরীক্ষার রেজাল্ট দিয়েছে। চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হন রেফারি। এদেরই একজন সালমা। জয়া পাশ করতে পারেননি।

স্কুলে পড়ার সময় এ্যাথলেট ছিলেন মনি। ছিলেন হাই জাম্পার। জাতীয় শিশু এ্যাথলেটি· প্রতিযোগিতায় হাই জাম্পে তাম্রপদক, জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্সে ২০১৩ সালে নেত্রকোনা জেলা ক্রীড়া সংস্থার হয়ে লং জাম্পে অর্জন করেছিলেন তাম্রপদক। হ্যান্ডবলও খেলেছেন মনি। জাতীয় জুনিয়র হ্যান্ডবলে বিজেএমসির হয়ে -১৬ নারী হ্যান্ডবল দলের ক্যাম্পে ডাকও পেয়েছিলেন। -১৬ জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় ঢাকা বিভাগের হয়ে খেলে তার দল তৃতীয় হয়েছিল। কাবাডিতেও পারঙ্গম মনি -১৬ জাতীয় নারী কাবাডি দলের ক্যাম্পে ডাক পেয়েছিলেন।

বাংলাদেশে জেএফএ কাপ, পাইওনিয়ার লীগ, মহিলা ফুটবল লীগ, বঙ্গমাতা বঙ্গবন্ধু প্রাথমিক স্কুল ফুটবল, বঙ্গমাতা -১৯ আস্তর্জাতিক নারী চ্যাম্পিয়নশিপ, সাফ -১৬ নারী চ্যাম্পিয়নশিপ; বিদেশে ২০১৩ সালে শ্রীলঙ্কায় এএফসি -১৩ নারী চ্যাম্পিয়নশিপ, ২০১৫ সালে নেপালে এএফসি -১৪ নারী আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ, ২০১৮ সালে ভুটানে এএফসি -১৬ মহিলা আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে রেফারিংয়ের অভিজ্ঞতা আছে মনির। 

 

রুমেল খান

সম্পর্কিত বিষয়:

×