ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ক্যাম্প শুরু জামালদের

প্রকাশিত: ০৯:৫০, ২৩ আগস্ট ২০১৯

ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ক্যাম্প শুরু জামালদের

স্পোর্টস রিপোর্টার ॥ ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে শুক্রবার ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যানেজার সত্যজিৎ দাশ রূপুর কাছে রিপোর্ট করেন ১৯ ফুটবলার। বাকি সাত ফুটবলার রিপোর্ট করেননি। তারা সবাই ঢাকা আবাহনী লিমিটেডের খেলোয়াড়। আগামী ২৮ আগস্ট পিয়ংইয়ংয়ে গিয়ে এএফসি কাপের আন্তঃ আঞ্চলিক সেমিফাইনালের প্লে-অফের দ্বিতীয় লেগের ম্যাচ খেলবে আবাহনী (প্রতিপক্ষ উত্তর কোরিয়ার এপ্রিল টুয়েন্টি ফাইভ)। ফলে এখনই তাদের ডাক পাওয়া খেলোয়াড়রা ক্যাম্পে যোগ দিতে পারছেন না। এই সাত খেলোয়াড় হলেন : সোহেল রানা, মামুনুল ইসলাম, শহীদুল আলম সোহেল, টুটুল হোসেন বাদশা, নাবিব নেওয়াজ জীবন, সাদ উদ্দিন এবং জুয়েল রানা। শুক্রবার ক্যাম্পে রিপোর্ট করেন মাজহারুল ইসলাম হিমেল, আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, এসএম মঞ্জুরুর রহমান, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, রিয়াদুল হাসান, নুরুল নাইম ফয়সাল, ইয়াসিন আরাফাত, মাসুক মিয়া জনি, জামাল ভুঁইয়া, রবিউল হাসান, বিপলু আহমেদ, আরিফুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, মাহবুবুর রহমান সুফিল এবং মতিন মিয়া। গত ১৬ আগস্ট ২৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পরে ২১ আগস্ট মাজহারুল ইসলাম হিমেলকে স্কোয়াডে নিলে সংখ্যাটা দাঁড়ায় ২৬-এ। কাল শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রিটিশ হেড কোচ জেমি ডের অধীনে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। ঢাকায় ৩১ আগস্ট পর্যন্ত চলবে জাতীয় দলের ক্যাম্প। আগামী ১ সেপ্টেম্বর তাজিকিস্তানে রওনা দেবে দল। সেখানে ৩ ও ৫ সেপ্টেম্বর স্থানীয় লিগের যেকোন দুটি দলের দুটি প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা করবে দল। আগামী ১০ সেপ্টেম্বর তাজিকিস্তানের দুশানবেতে (নিরপেক্ষ ভেন্যু) প্রথম লেগে আফগানদের মুখোমুখি হবে লাল-সবুজ বাহিনী। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুইয়া বলেন, ‘আফগান ফুটবলাররা বেশিরভাগ খেলেন জার্মানির মাইনর লীগে। তাদের উচ্চতাও ভাল। যদিও ওদের খেলা আমরা দেখি নাই। সেটা দেখে ঠিক করা হবে পরবর্তী পরিকল্পনা। আর তাদের উচ্চতায় নিয়ে আমরা চিন্তিত না। কারণ বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসির উচ্চতাও তো বেশি না। তাই এটা নিয়ে আমরা উদ্বিগ্ন নই। আমরা আফগানদের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী।’ ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের সঙ্গে ‘ই’ গ্রুপে পড়েছে আফগানিস্তান, ভারত, ওমান ও বিশ্বকাপের স্বাগতিক কাতার। আফগড়ানদের সঙ্গে ওখানে টার্ফে খেলা হবে। এ কারণে জামাল ভুঁইয়ারা একটু আগেভাগেই সেখানে যাচ্ছেন। যাতে করে তারা টার্ফ, আবহাওয়া, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারেন। বাংলাদেশের ‘ই’ গ্রুপের পাঁচ দলের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে কাতার। ৫৫তম অবস্থানে আছে এশিয়ান কাপের চ্যাম্পিয়নরা। বাকিরাও র্যা ঙ্কিংয়ে এগিয়ে বাংলাদেশের (১৮৩তম) চেয়ে। ওমান ৮৬তম, ভারত ১০১তম এবং আফগানিস্তান ১৪৯তম স্থানে আছে। তাই বাংলাদেশের জন্য লড়াইটা খুব সহজ হবে না।
×