ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রাসেল-বিজেএমসি ম্যাচ ড্র

প্রকাশিত: ০৫:৫৬, ২৩ নভেম্বর ২০১৬

রাসেল-বিজেএমসি ম্যাচ ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ আগে গোল করে এগিয়েও গিয়ে জিততে পারেনি শেখ রাসেল ক্রীড়া চক্র। মঙ্গলবার ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলে দিনের দ্বিতীয় ম্যাচে তারা ১-১ গোলে ড্র করে টিম বিজেএমসির সঙ্গে। নিজেদের ষোড়শ ম্যাচে এট রাসেলের চতুর্থ ড্র। ১৬ পয়েন্ট নিয়ে তারা আছে আগের নবম স্থানে। পক্ষান্তরে সমান ম্যাচে এটা বিজেএমসির সপ্তম ড্র। তাদেরও পয়েন্ট ১৬। তবে গোল তফাতে এগিয়ে থাকায় তারা আছে রাসেলের ওপরে, অষ্টম স্থানে। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলার প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ করেও কোন দলই কাক্সিক্ষত গোলের সন্ধান পায়নি। ৭২ মিনিটে বিজেএমসির গোলরক্ষকের ভুলে (তার হাত থেকে বল ফস্কে যায়) গোল করেন রাসেলের জঁ জুলস ইকাঙ্গা (১-০)। লীগে এটা ইকাঙ্গার ব্যক্তিগত তৃতীয় গোল। ৮৭ মিনিটে বক্সের ভেতর এলিটা কিংসলের হেডের বল বিজেএমসির ডিফেন্ডার বিপদমুক্ত করতে ব্যর্থ হলে সেই বল স্যামসন ইলিয়াসু জালে পাঠালে সমতায় ফেরে বিজেএমসি (১-১)। লীগে এটা ইলিয়াসুর ব্যক্তিগত একাদশ গোল। ম্যাচের ইনজুরি সময়ে কর্নার থেকে হেড করেন বিজেএমসির এলিটা কিংসলে। তার নেয় হেডটি রাসেলের পোস্টে লেগে ফিরে এলে নিশ্চিত গোল পাওয়া থেকে বঞ্চিত হয় বিজেএমসি। সঙ্গে সঙ্গেই রেফারি খেলা শেষের বাঁশি বাজালে হতাশার অনলে পোড়ে বিজেএমসির ফুটবলাররা।
×