ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

এবার ঢাকা থেকে মাত্র ২১৭ কি.মি. দূরত্বে ভূকম্পন

প্রকাশিত: ১৫:১৫, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

এবার ঢাকা থেকে মাত্র ২১৭ কি.মি. দূরত্বে ভূকম্পন

প্রতীকী ছবি।

এবার শেরপুর-মেঘালয় (ভারত) সীমান্তে ভূমিকম্প হয়েছে। ঢাকা থেকে এই ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ছিল মাত্র ২১৭ কিলোমিটার।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৯ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা।

তিনি জানান, রবিবার সকাল ১০টা ১৯ মিনিট ৫৭ সেকেন্টে ঢাকা থেকে ২১৭ কিলোমিটার উত্তরে ৪.০ মাত্রার একটি ভূকম্পন অনুভূত হয়েছে। এটির উৎপত্তিস্থল ছিল শেরপুর সীমান্তের কাছে ভারতের মেঘালয় রাজ্যের গাড়ো পাহাড়ে।

তবে এই ভূকম্পনে দেশে কোনো প্রভাব পড়েনি বলে জানান এই আবহাওয়াবিদ।
 

এমএম

×