ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ইবি ছাত্রলীগের কমিটি বিলুপ্তির দাবি পদবঞ্চিতদের

প্রকাশিত: ০৯:০১, ১৫ মার্চ ২০২০

ইবি ছাত্রলীগের কমিটি বিলুপ্তির দাবি পদবঞ্চিতদের

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ও বহিরাগতদের দ্বারা কর্মীদের ওপর হামলার শাস্তির দাবিতে দিনব্যাপী অবস্থান কর্মসূচী পালন করেছে শাখা ছাত্রলীগের পদবঞ্চিত নেতা-কর্মীরা। একইসঙ্গে তারা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের হস্তক্ষেপ কামনা করে। শনিবার সকাল পৌনে ১০টায় দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল করে তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে এসে অবস্থান কর্মসূচীতে মিলিত হয়। এসময় তারা হৈ হৈ রৈ রৈ, রাকিব-পলাশ গেল কই, রাকিবের চামড়া, তুলে নেব আমরা, অবৈধ কমিটি মানি না মানব না, ৪০ লাখের কমিটি মানি না মানব না, পলাশ-রাকিব কালশাপ ছাত্রলীগের অভিশাপসহ বিভিন্ন স্লোগানে ফেটে পড়ে। এ সময় মিজানুর রহমান লালন, ফয়সাল সিদ্দীকী আরাফাত, তৌকির মাহফুজ মাসুদ, শিশির ইসলাম বাবু, বিপুল খান, শাহজালাল হোসেন সোহাগ, আল আমিন জোয়াদ্দার, জোবায়েরসহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় নেতা-কর্মীরা বলেন, ‘৪০ লাখের হাইব্রিড কমিটির বিলুপ্তি দাবি করছি। দুর্নীতিবাজ কমিটি ইসলামী বিশ্ববিদ্যালয়ে থাকতে পারে না। গত ২১ জানুয়ারি তারা বহিরাগত সন্ত্রাসী নিয়ে আমাদের ওপর হামলা করে। আমরা কেন্দ্রের কাছে তাদের শাস্তি দাবি করছি। একইসঙ্গে এই কমিটি বিলুপ্তির জন্য কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপ দাবি করেন তারা।’ এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘সংঘর্ষের দিন আশপাশে ক্যাম্পাস পার্শ্ববর্তী অনেক বহিরাগতই ছিল। আমরা কোন বহিরাহত সন্ত্রাসী নিয়ে আসিনি এবং কারও ওপর হামলাও করিনি। বরং তারাই আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে আমাকে আহত করেছিল। যার বিচার আমি এখনও পাইনি। আমি কেন্দ্রের কাছে এর বিচার চাই।’ দলীয় সূত্রে জানা যায়, গত বছর ১৪ জুলাই ইংরেজী বিভাগের রবিউল ইসলাম পলাশকে সভাপতি এবং ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের রাকিবুল ইসলাম রাকিবকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের কমিটি ঘোষণা দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটি ঘোষণার দুই মাস পরে রাকিবের ৪০ লাখ নেতা হয়ে আসা এবং ছয় মাসের মধ্যে ওই টাকা দ্বিগুণ করার কথা সম্বলিত অডিও ফাঁস হয়। ঘটনার পর পদবঞ্চিত নেতারা পলাশ-রাকিবের কমিটিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!