ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

মহিলা কলেজের শিক্ষককে মারপিট

প্রকাশিত: ০৯:২৯, ২৬ ফেব্রুয়ারি ২০২০

মহিলা কলেজের শিক্ষককে মারপিট

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ সদরের গোড়ারপাড়ায় জাহিদুর রহমান মহিলা ডিগ্রী কলেজে মঙ্গলবার দুপুরে উচ্চ মাধ্যমিকের ক্লাস নেয়ার সময় ইংরেজী বিষয়ের খণ্ড কালীন শিক্ষক আলমগীর কবিরকে সন্ত্রাসীরা বেধড়ক মারপিট করেছে। ঘটনার সময় ছুটিতে থাকা ইংরেজীর শিক্ষক মিজানুর রহমান সেখানে ছিলেন। শিক্ষার্থীরা জানায় মিজানুর রহমানের ইন্ধনে এই ঘটনা ঘটেছে। কলেজের অধ্যক্ষ মাহববুর রহমান জানান, গত প্রায় চার মাস ধরে ইংরেজী বিভাগের নিয়মিত শিক্ষক মিজানুর রহমান কলেজে আসেন না। তাকে বার বার তাগাদা দেয়া হয়। এদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়ে আসে। এই সময়ে শিক্ষার্থীদের পাঠদানে খ-কালীন একজন শিক্ষককে দিয়ে উচ্চ মাধ্যমিকে ক্লাস নেয়া হয়। মঙ্গলবার দুপুরে তিনি ক্লাস নিচ্ছিলেন। এ সময় অতর্কিত কয়েকজন সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে চলমান ক্লাসে ঢুকে শিক্ষক আলমগীর কবিরকে পেটাতে থাকে। পুলিশকে খবর দিলে তারা আসার আগেই শিক্ষক মিজানুর রহমান সন্ত্রাসীদের নিয়ে পালিয়ে যায়। বরিশালের পাঁচ জয়িতাকে সংবর্ধনা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিভাগের পাঁচজন শ্রেষ্ঠ জয়িতাকে মঙ্গলবার সকালে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধিত জয়িতারা পাঁচটি ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন। বিজয়ী প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট, সনদ ও নগদ অর্থের চেক প্রদান করা হয়। নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহযোগিতায় মহিলাবিষয়ক অধিদফতর এ সংবর্ধনার আয়োজন করে। বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম ফরিদা পারভীন। পাঁচটি ক্যাটাগরিতে নির্বাচিত ও সংবর্ধিত জয়িতারা হলেন- সফল জননী ক্যাটাগরিতে হালিমা খাতুন (বরগুনা), অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী বিভাগে শাহিনুর আক্তার (পটুয়াখালী), সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য নয়ন তারা (পিরোজপুর), নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে মনোয়ারা বেগম (বরিশাল), শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্যের জন্য হাসিনা আরা বেগম (বরিশাল)।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!