ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

কম ভোট পড়ায় দুই সিটি নির্বাচনের বৈধতা নিয়ে এমপি হারুনের প্রশ্ন

প্রকাশিত: ১১:১৫, ৫ ফেব্রুয়ারি ২০২০

কম ভোট পড়ায় দুই সিটি নির্বাচনের বৈধতা নিয়ে এমপি হারুনের প্রশ্ন

সংসদ রিপোর্টার ॥ এক-তৃতীয়াংশের কম ভোট পড়ায় ঢাকার দুই সিটি নির্বাচনের বৈধতা নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ। বর্তমান সরকার ও নির্বাচন কমিশন ভোট গ্রহণে সম্পূর্ণরূপে ব্যর্থ মন্তব্য করে তিনি বর্তমান নির্বাচন কমিশনকে দায়িত্ব থেকে সরে যাওয়ার দাবি জানিয়েছেন। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে তিনি এসব অভিযোগ উত্থাপন করেন। সদ্য সমাপ্ত সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়া নিয়ে সরকারের ব্যর্থতা তুলে ধরে হারুনুর রশীদ বলেন, গত পহেলা ফেব্রুয়ারি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়েছে। সেই নির্বাচনে নির্বাচন কমিশন যে ফল দিয়েছে সেখানে দেখা যাচ্ছে, একটা সিটি কর্পোরেশনে মাত্র ২৪ শতাংশ আর অন্যটায় মাত্র ২৭ শতাংশ ভোট কাস্ট হয়েছে। তিনি বলেন, দেশে যত জায়গায় নির্বাচন পরিচালনার কমিটি রয়েছে তা পরিচালনার ক্ষেত্রে কমপক্ষে এক-তৃতীয়াংশ উপস্থিতি লাগে। সেখানে ঢাকার দুই সিটি নির্বাচনে এক-তৃতীয়াংশ ভোটার উপস্থিতি হলো না, সেই নির্বাচনের কী কোন গ্রহণযোগ্যতা আছে? এই নির্বাচনের কোন বৈধতা আছে? যেখানে সিংহভাগ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারল না, তাদের মতামত ও রায় প্রদান করতে পারল না- সেই নির্বাচনের কী গ্রহণযোগ্যতা আছে? গণমাধ্যমে প্রকাশিত সংবাদের উদ্ধৃতি দিয়ে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, পত্রিকায় প্রকাশিত ইভিএমের ফলও পরিবর্তন হয়ে গেছে। সংবিধান যখন প্রণয়ন করা হয়েছিল বাংলাদেশের কোথাও নির্বাচনে ৩০ ভাগের কম ভোটার উপস্থিতিতে নির্বাচন গ্রহণযোগ্য ছিল না। থাকলে তখন ওখানে সংখ্যা নির্ধারণ করে দিত। কম করে হলেও ৫০ ভাগ ভোটার উপস্থিতি ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!