ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

প্ল্যানার্স ইনস্টিটিউটের সংবাদ সম্মেলন

ঢাকা ও সংলগ্ন এলাকার কৃষিজমি ও জলাশয় হারিয়ে যাচ্ছে

প্রকাশিত: ১১:১২, ৫ জানুয়ারি ২০২০

ঢাকা ও সংলগ্ন এলাকার কৃষিজমি ও জলাশয় হারিয়ে যাচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ অপরিকল্পিত নগরায়ণের প্রভাবে ঢাকা শহর ও সংলগ্ন এলাকার কৃষিজমি, জলাশয়সহ নিচু এলাকা হারিয়ে যাচ্ছে। ব্যাপক হারে গাছপালা কেটে সবুজায়ন কমিয়ে ফেলা হচ্ছে। ফলে শিল্পকারখানা ও যানবাহনের কালো ধোঁয়া, ইটভাঁটি এবং মাত্রাতিরিক্ত নির্মাণ কাজ ঢাকার বায়ু ও পরিবেশ দূষণের পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়িয়ে দিয়েছে। প্রাকৃতিক উপাদানসমূহের (পানি, বায়ু, মাটি, জলাশয়) দূষণরোধ ও সংরক্ষণের মাধ্যমে নাগরিকদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এটা না করতে পারলে নগরবাসী নানা জটিল রোগে আক্রান্ত হবে। শনিবার রাজধানীর বাংলামোটরে অবস্থিত প্ল্যানার্স টাওয়ারে ‘ঢাকা শহরের বায়ু পরিবেশ ও বসবাসযোগ্যতার প্রেক্ষিত সবুজ এলাকা, জলাশয়, খোলা উদ্যান ও কংক্রিট আচ্ছাদিত এলাকার বিদ্যমান অবস্থা’ শীর্ষক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) কর্মকর্তারা এ কথা বলেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ, সাবেক সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. এ কে এম আবুল কালাম, সাবেক সহসভাপতি পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন, ড. আদিল মোহাম্মদ খান,সহসভাপতি পরিকল্পনাবিদ মুহাম্মদ আরিফুল ইসলাম, পরিকল্পনাবিদ ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, বিআইপি’র বোর্ড সদস্য পরিকল্পনাবিদ মোঃ আসাদুজ্জামান, পরিকল্পনাবিদ ইসরাত জাহানসহ অন্যান্য পরিকল্পনাবিদ। সংবাদ সম্মেলনে, এ অবস্থা থেকে উত্তরণের জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের পক্ষ থেকে দশ দফা সুপারিশমালা তুলে ধরেছেন। এলাকাভিত্তিক সবুজ এলাকা গড়ে তোলা, শহরের চারপাশে সবুজ বেষ্টনী তৈরি করা,বিদ্যমান জলাশয় সংরক্ষণ ও দখলকৃত জলাশয় পুনরুদ্ধার, জলাশয়ের চারপাশে সবুজায়নের মাধ্যমে গণপরিসর গড়ে তোলা, নগর বনায়ন, এলাকাভিত্তিক অনানুষ্ঠানিক সবুজ এলাকা গড়ে তোলা, শহরের উচ্চ জনসংখ্যা, জনঘনত্ব ও কংক্রিট আচ্ছাদিত এলাকার বিদ্যমান বাস্তবতায় না বাড়ানো, অবকাঠামোগত পরিকল্পনা প্রণয়নের পূর্বে পরিবেশগত, প্রতিবেশগত, সামাজিক ও অন্যান্য প্রভাব পর্যালোচনা করা,বর্ধিত নগর এলাকায় পরিকল্পনার মাধ্যমে সবুজ এলাকা ও জলাশয় এলাকা নিশ্চিত করা।
×