ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ভারত মৈত্রীর বন্ধন চিরদিন অটুট থাকবে ॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০৯:০১, ৮ মে ২০১৯

বাংলাদেশ-ভারত মৈত্রীর বন্ধন চিরদিন অটুট থাকবে ॥ খাদ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৭ মে ॥ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, বাংলাদেশ-ভারত মৈত্রীর বন্ধন একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় যেমন ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের ঘরবাড়ি, সহায় সম্বলহারা প্রায় এক কোটি বাঙালীকে আশ্রয় দিয়ে, তাদের থাকা খাওয়ার বধ ্যবস্থা করে দিয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছিল, আমরা তা আজও মনেপ্রাণে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমাদের শুধু আশ্রয়ই দেননি, বাংলাদেশকে স্বীকৃতি ও মুক্তিযুদ্ধে সৈন্য, অস্ত্র দিয়ে সহযোগিতা করেছিলেন। সে সময় বাংলাদেশ-ভারত যে মৈত্রীর বন্ধনে আবদ্ধ হয়েছে, আজও তা অটুট রয়েছে এবং ভবিষ্যতেও তা অটুট থাকবে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার শাংশৈল আদিবাসী স্কুল এ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ-ভারত মৈত্রী ছাত্রীনিবাস উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথাগুলো বলেন। বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রীমতি রিভা গাঙ্গুলী দাস বলেন, ভারত-বাংলাদেশ বন্ধুপ্রতিম রাষ্ট্র। বন্ধুত্বের এই সম্পর্ক চির অটুট থাকবে। দু’দেশের মধ্যকার বাণিজ্য সম্প্রসারণে অতীতের মতোই কাজ করবে ভারত সরকার। উপজেলা নির্বাহী অফিসার জয়া মারিয়া পেরেরার সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রীমতি রিভা গাঙ্গুলী দাস, ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যান) মিসেস নবনিতা চক্রবর্তী, সহকারী ভারতীয় হাইকমিশনার (রাজশাহী) সঞ্জিব কুমার ভাটি, মোঃ ছলিম উদ্দিন তরফদার এমপি, নওগাঁ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন পিপিএম ও খাদ্যমন্ত্রীর একান্ত সচিব উপ-সচিব সহিদুজ্জামান।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!