ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বেরোবিতে কোটা সংস্কার আন্দোলনের দুই নেতা আটক

প্রকাশিত: ০৮:৪৩, ২৯ এপ্রিল ২০১৯

 বেরোবিতে কোটা সংস্কার আন্দোলনের দুই নেতা আটক

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৮ এপ্রিল ॥ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বদানকারী সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক রোকনুজ্জামান রবিউল ও সদস্য সচিব রেজাউল করিম শাকিলকে বিনা অপরাধে ক্যাম্পাস থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আটক করে তাজহাট থানায় নিয়ে যাওয়া হয়। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক রোকনুজ্জামান রবিউল ও সদস্য সচিব রেজাউল করিম শাকিলকে জিজ্ঞাসাবাদের জন্য তাজহাট থানায় নিয়ে যাওয়া হয়েছে। রোকনুজ্জামান রবিউল বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে এ্যাকাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সাবেক শিক্ষার্থী এবং রেজাউল করিম শাকিল ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ইংরেজী বিভাগের শিক্ষার্থী। এর আগে গত বুধবার উপাচার্যকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করা, ছাত্র সংসদ নির্বাচন, শিক্ষক নিয়োগ দিয়ে সেশন জট নিরসনসহ ১৭ দফা দাবিতে সাধারণ শিক্ষার্থী পরিষদের ব্যানারে সংবাদ সম্মেলন করেন কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্বদানকারী বেরোবির সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এ বিষয়ে কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, কোন সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া জিজ্ঞাসাবাদের নামে একটি সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিবকে পুলিশ তুলে নিয়ে যাওয়া বেআইনী। যতটুকু জেনেছি শিক্ষার্থীদের দাবির পক্ষে সংবাদ সম্মেলনের জের ধরে তাদের হয়রানির উদ্দেশে তুলে নেয়া হয়েছে।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!