ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

দুর্গাসাগরে স্নানোৎসব

প্রকাশিত: ১০:৪৯, ১৩ এপ্রিল ২০১৯

 দুর্গাসাগরে স্নানোৎসব

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাবুগঞ্জ উপজেলার মাধবপাশার ঐতিহ্যবাহী দুর্গাসাগরে শুরু হয়েছে স্নানোৎসব। হিন্দু সস্প্রদায়ের অন্যতম এ উৎসবে যোগ দিতে শুক্রবার দেশের বিভিন্নস্থান থেকে হাজারো পুণ্যার্থী এসেছেন। সকাল থেকে পুণ্যার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মাধবপাশার দুর্গাসাগর পাড়ের এলাকা। চৈত্র মাসের অষ্টমী তিথিতে দুর্গাসাগরে স্নান করে পাপ থেকে মুক্তি লাভের আশায় প্রতিবছর বিভিন্নস্থান থেকে সনাতন ধর্মাবলম্বীরা আসেন। পুণ্যার্থীরা গঙ্গাদেবীর চরণে আত্মসমর্পণ করে পূজার্চনা, প্রার্থনাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে পাপমুক্তির বাসনায় স্নান সমাপ্ত করেন। এবারের তিথি দুদিন হওয়ায় ভক্তরা শান্তিপূর্ণভাবে স্নান করতে পারছেন। শুক্রবার বেলা ১১টা ২ মিনিট থেকে আজ শনিবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত তিথি রয়েছে। পুনার্থীরা জানান, তারা গঙ্গাদেবীর উদ্দেশে ফুল ভাসিয়ে প্রার্থনা করছেন। যাতে পাপমুক্তির মধ্যদয়ে সুখে-শান্তিতে বসবাস এবং সকল দুঃখ-কষ্ট থেকে যেন মুক্তি পান। উৎসবে বাড়তি আনন্দ যোগাতে সাগর পাড়ের বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলার। যেখানে মুড়ি-মুড়কি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রও পাওয়া যাচ্ছে। এদিকে উৎসবকে ঘিরে এলাকাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে।
×