ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় মারপিটে আহত যুবলীগ নেতার মৃত্যু

প্রকাশিত: ০৯:১৭, ৬ এপ্রিল ২০১৯

 সাতক্ষীরায় মারপিটে  আহত যুবলীগ  নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জামিনে জেল থেকে বাড়ি ফেরার দিন মিষ্টি খাবার কথা বলে ডেকে নিয়ে যায় প্রতিবেশী কয়েক যুবক। তাকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে আহত করে তারা । এ ঘটনার ১০ দিন পর চিকিৎসাধীন মারা গেল মুক্তিযোদ্ধার সন্তান যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম তৌহিদ সানা। তবে, পুলিশ বলছে নিহত যুবকের বিরুদ্ধে ২২টি মাদক মামলা রয়েছে। এদিকে, হত্যার ঘটনায় তার বোন রিনা রহমান ছয়জনকে আসামি করে থানায় একটি মামলা দিয়েছেন। তৌহিদ সানা আশাশুনি উপজেলার বড়দল গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা সিদ্দিক সানার ছেলে। বৃহস্পতিবার রাতে খুলনা একটি হাসপাতালে তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি তৌহিদ সানার বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা হয়। মামলায় মাসতিনেক আগে তাকে গ্রেফতার করে পুলিশ। গত ২৬ মার্চ জামিনে জেল থেকে বের হন তৌহিদ। নিহতের স্বজনরা জানান, ঘটনার দিন জেল থেকে বাড়ি ফেরার পর তৌহিদ বড়দল বাজারের একটি দোকানে বসে ছিলেন। এ সময় তার চাচাত ভাই টুটুল সানা সন্ধ্যার দিকে তাকে মিষ্টি খাওয়ানোর কথা বলে তার অফিসে ডেকে নিয়ে যায়। এরপর পর সেখান থেকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ রানা ওরফে বাবু সানা, তার সহযোগী কাজল সানা, আইউব আলি মালি ও ইয়াসিন সরদারসহ ৫/৬ জন সেখান থেকে তাকে জনৈক খোকনের দোকানে নিয়ে তার ওপর হামলা করে। তারা তাকে লোহার রড, হাতুড়ি ও লাঠিসোটা দিয়ে বেপরোয়াভাবে মারপিট করতে থাকে। জীবন বাঁচাতে তৌহিদ দৌড়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল আলিমের সহযোগিতা চান। এরপর সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় খুলনার একটি বেসরকারী হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
×