ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বৃদ্ধ দম্পতির সর্বস্ব লুট

প্রকাশিত: ০৪:৪০, ১৩ জানুয়ারি ২০১৯

বৃদ্ধ দম্পতির সর্বস্ব লুট

স্টাফ রিপোর্টার ॥ ভাড়াটিয়া সেজে বাসায় ঢুকে বৃদ্ধ এক দম্পতিকে অচেতন করে স্বর্ণালঙ্কার লুট করেছে অজ্ঞান পার্টির কয়েক নারী সদস্য। পরে অচেতন অবস্থায় এটিএম সোলাইমান (৭০) ও তার স্ত্রী নাজমা বেগমকে (৫৫) উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদ করাতিটোলা এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে। ওই দম্পতির মেয়ের জামাই তাজুল ইসলাম জানান, করাতিটোলায় নিজেদের পাঁচতলা বাসায় থাকেন তার শ্বশুর-শাশুড়ি। শ্বশুর আমাদের জানান, সকালে তিনজন নারী বাসা ভাড়ার কথা বলে বাসায় আসে। পরে তাদের নেশাজাতীয় কিছু খাইয়ে অচেতন করে শাশুড়ির সব গহনা নিয়ে যায়। এতটুকু বলার পর তিনিও অচেতন হয়ে পড়েন। পরে খবর পেয়ে দুপুর ১২টায় বাসা থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। পানিভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকার একটি বাসায় পানিভর্তি বালতিতে পড়ে ১৪ মাস বয়সী মশিউর রহমান নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর বাবা মতিউর রহমান জানান, তারা ডেমরা সারুলিয়া টেংরা এলাকার একটি ভবনের তৃতীয় তলায় থাকেন। তার দুই সন্তানের মধ্যে মশিউর ছোট। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তার স্ত্রী শান্তা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। সে সময় শিশুটি হামাগুঁড়ি দিয়ে সবার অগোচরে বাথরুমে চলে যায়। একপর্যায়ে বালতি ভরা পানিতে উপুড় হয়ে (পা ওপরের দিকে, মাথা নিচের দিকে) পড়ে থাকা অবস্থায় পাওয়া যায় তাকে। তার মা সব রুমে খুঁজে শিশুটিকে না পেয়ে বাথরুমে গিয়ে এই দৃশ্য দেখতে পান। পরে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বাসার পাশের স্থানীয় হাসপাতাল নিয়ে যাওয়া হয়।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!