ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

আমজাদ হোসেনের মরদেহ আসছে কাল

প্রকাশিত: ০৮:৩০, ২০ ডিসেম্বর ২০১৮

আমজাদ হোসেনের মরদেহ আসছে কাল

স্টাফ রিপোর্টার ॥ প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব আমজাদ হোসেনের মরদেহ দেশে আনা হচ্ছে আগামীকাল শুক্রবার। এ দিন ব্যাঙ্কক থেকে সন্ধ্যায় মরদেহ ঢাকায় পৌঁছার কথা রয়েছে। গত শুক্রবার ব্যাঙ্ককের বামরুনগ্রাদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আমজাদ হোসেনের বড় ছেলে দোদুল জানান, শুক্রবার সন্ধ্যা সাতটায় তার বাবার মরদেহ ঢাকায় পৌঁছাবে। এরপর রাজধানীর আদাবরে নিজ বাসায় নেয়া হবে তাকে। রাতে বারডেমের মরচুয়ারিতে রাখা হবে তার লাশ। শনিবার দুপুর ১২টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আমজাদ হোসেনের লাশ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখান থেকে নেয়া হবে চ্যানেল আইতে। দোদুল জানান, দাফনের বিষয়ে এখন চ‚ড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পারিবারের লোকজন জানিয়েছেন, স্ত্রীর ইচ্ছা আমজাদ হোসেনের মরদেহ মীরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার। কিন্তু মৃত্যুর আগে আমজাদ হোসেন তার শেষ ইচ্ছার কথা জানিয়ে গিয়েছিলেন। তার শেষ ইচ্ছা ছিল জামালপুরে বাবা-মায়ের কবরের পাশে তাকে সমাহিত করার। লাশ দেশে আসার পর এ ব্যাপারে চ‚ড়ান্ত সিদ্ধান্ত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। এদিকে আমজাদ হোসেনের বিদেশে চিকিৎসা উদ্যোগ নেয়া ও লাশ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সহযোগিতা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে। ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এবং আমজাদ হোসেনের একসময়ের সহকারী এস এ হক অলিক। তিনি জানান, ‘ব্যাঙ্কক থেকে মরদেহ আনার সব প্রক্রিয়া শেষ। শুক্রবারের মধ্যে আমজাদ হোসেনের মরদেহ দেশে আনা হবে। এর আগে গত ১৮ নবেম্বর ব্রেন স্ট্রোক হলে, গুরুতর অসুস্থ অবস্থায় আমজাদ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রথমদিন থেকেই তাকে রাখা হয় লাইফ সাপোর্টে। এরপর ২০ নবেম্বর আমজাদ হোসেনের দুই ছেলে সাজ্জাদ হোসেন দোদুল ও সোহেল আরমান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রী সেসময় আমজাদ হোসেনের চিকিৎসার সব দায়িত্ব নেন। ২৮ নবেম্বর এয়ার এম্বুলেন্স যোগে তাকে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্ককের বামরুনগ্রাদ হাসপাতালে।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!