ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

রাজপথেই ৭ দফা দাবি আদায় করা হবে ॥ রিজভী

প্রকাশিত: ০৬:১৩, ৩ নভেম্বর ২০১৮

 রাজপথেই ৭ দফা দাবি  আদায় করা হবে ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ সরকার অনমনীয় থাকলে ৭ দফা দাবি রাজপথেই আদায় করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৬ নবেম্বর মঙ্গলবার জনসভা করবে জাতীয় ঐক্যফ্রন্ট। রিজভী বলেন, নির্বাচনের আগে বিরোধপূর্ণ রাজনৈতিক অবস্থানের মধ্যে সংলাপের উদ্যোগে যে আশার সঞ্চার হয়েছিল ক্ষমতাসীনদের অনড় অবস্থানের কারণে তা ফিকে হতে শুরু করেছে। দেশকে গণতন্ত্রমুখী করতে নির্বাচনের কোন বিকল্প নেই। খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচনে অংশগ্রহণ করা হবে আত্মঘাতী। আর নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন করা হবে মৃত্যুকূপে ঝাঁপ দেয়া। কারণ, যে সরকার জনমতকে পাত্তা দেয় না সেই সরকারের অধীনে নির্বাচন প্রত্যাশা করা বোকার স্বর্গে বাস করা। রিজভী বলেন, সরকারের যদি বোধদয় হয়, যদি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য আন্তরিকতা থাকে, যদি দেশকে বিভেদ ও বিভাজনের দিকে তারা ঠেলে না দেন তাহলে আবার আমাদের সঙ্গে বসবেন। বসে এমন একটা ঐকমত্য তৈরি করবেন, যেখানে ভোটাররা ভোট কেন্দ্রে নির্ভয়ে যেতে পারবে এবং অবশ্যই নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। নির্বাচনের আগে অবশ্যই খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে হবে- এ বিষয়ে আমরা আপোসহীন। রিজভী বলেন, সংলাপকালে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী যে মনোভাব ব্যক্ত করেছেন তা দেশে সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্রের জন্য অশনিসংকেত। তিনি বলেন, ৬ নবেম্বরের জনসভা সফল করতে শনিবার নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে একটি যৌথসভা আয়োজন করা হয়েছে।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!