ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে সব রকম চেষ্টা চলছে : আইনমন্ত্রী

প্রকাশিত: ০১:৪৯, ১৪ আগস্ট ২০১৮

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে সব রকম চেষ্টা চলছে : আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ ১৫ আগস্টের রাত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক রাত উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের দেশে কবে ফিরিয়ে আনা হবে সেটা নিয়ে সবার কৌতুহল রয়েছে। তিনি বলেন, পোষা পাখি উড়ে যাওয়ার পর সেই পাখিকে যদি ফেরানো কষ্টকর হয় তাহলে বঙ্গবন্ধুর খুনিদের ফেরানো কত কষ্টকর তা আপনারা বুঝেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার জন্য সব রকম চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা খুনি রাশেদ চৌধুরীকে ফেরানোর ব্যাপারে সে দেশের সরকারের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, আগামীতে ক্ষমতায় গেলে খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনা হবে। আর কানাডায় থাকা নূর চৌধুরীকেও দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে কানাডায় আইন আছে- যদি কোনো দেশে অন্যায়ের জন্য মৃত্যুদ- সাজা থাকে এবং সেই দেশের মৃত্যুদ-প্রাপ্ত কোন ব্যক্তি কানাডায় থাকে তাহলে তাকে সে দেশে ফেরত পাঠানো হয় না। তারা শাস্তি হিসেবে মৃত্যুদ- মানে না। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। আখাউড়া উপজেলা আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।জিয়াউর রহমানের সমালোচনা করে মন্ত্রী বলেন, জিয়াউর রহমান ৬ বছর ক্ষমতায় ছিলেন। বঙ্গবন্ধুর খুনিদের তিনি বিদেশে চাকরি দিয়েছিলেন। পরে তাকেও গুলিতে ঝাঁঝরা হতে হয়েছে। বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, বাংলাদেশ উন্নত হোক বিএনপি তা চায় না। শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন, সেটা বিএনপি চায় না। তারা চায় বাংলাদেশ পাকিস্তান হোক। আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, জেলা পরিষদের সদস্য আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম ভূঁইয়া, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও আইনমন্ত্রীর এপিএস অ্যাডভোকেট রাশেদুল কাওছার ভুঁইয়া জীবন প্রমুখ।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!