ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

হত্যা মামলায় এমপি রানার দুই দিনের রিমান্ড

প্রকাশিত: ০৪:৫৬, ১১ মে ২০১৮

হত্যা মামলায় এমপি রানার দুই দিনের রিমান্ড

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১০ মে ॥ দুই যুবলীগ নেতা হত্যা মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতের বিচারক আব্দুল্লাহ আল মাসুম এই আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার টাঙ্গাইল যুবলীগ নেতা শামীম ও মামুন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার সিংহ এমপি আমানুর রহমান খান রানাকে গ্রেফতারের আবেদন করেন আদালতে। পরে ওইদিন আদালতের বিচারক বুধবার আবেদনের শুনানির জন্য ধার্য করেন। বিচারক এমপি রানার উপস্থিতিতে গ্রেফতারের আদেশ মঞ্জুর করেন। পরে ওই দিনই মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে এমপি রানাকে পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এর পেক্ষিতে বৃহস্পতিবার বিকেলে আদালত এমপি রানাকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে ঘাটাইল জিবিজি কলেজের ছাত্র সংসদের সহসভাপতি ছাত্রলীগ নেতা আবু সাঈদ রুবেলকে হত্যাচেষ্টার মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শামছুল ইসলাম এমপি আমানুর রহমান খান রানাকে গত বৃহস্পতিবার গ্রেফতার দেখানোর আরেকটি আবেদন করেন।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!