ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

এমপিদের নির্বাচনী প্রচারণার সুযোগ সংবিধান লঙ্ঘন: মোশাররফ

প্রকাশিত: ০০:৫৪, ২০ এপ্রিল ২০১৮

এমপিদের নির্বাচনী প্রচারণার সুযোগ সংবিধান লঙ্ঘন: মোশাররফ

অনলাইন রিপোর্টার ॥ সংসদ সদস্যদের সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণার সুযোগ দিলে সেটা স্পষ্টভাবে সংবিধানের লঙ্ঘন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় প্রেসক্লাবে শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত এক দোয়া ও স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি, নির্বাচন কমিশন সংসদ সদস্যদের প্রচারে যাওয়ার সুযোগ দিতে পারে। আমরা বলতে চাই, এটা স্পষ্টভাবে সংবিধানের লঙ্ঘন হবে, আইনের লঙ্ঘন হবে, নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হবে।’ ২০১৫ সালে দলভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তের পর সরকারি সুবিধাভোগীদের নির্বাচনী সফর ও প্রচারে অংশ নেওয়া নিষিদ্ধ করে আচরণবিধি চূড়ান্ত করা হয়। এর ধারাবাহিকতায় সিটি করপোরেশন নির্বাচনেও দলীয় প্রার্থীর পক্ষে মন্ত্রী-সাংসদের প্রচার নিষিদ্ধ করা হয়। এ নিয়ে শুরু থেকেই ক্ষোভ প্রকাশ করে আসছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তাদের দাবির মুখে সম্প্রতি স্থানীয় সরকারের সিটি করপোরেশন নির্বাচনের আচরণবিধি সংশোধনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন। খন্দকার মোশাররফ বলেন, নির্বাচন কমিশনকে আবারো আমরা স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা স্বাধীন, আপনারা নিরপেক্ষ । আপনাদের যে বিধি, সেই বিধি যাতে লঙ্ঘন না হয়, সেটা আপনারা দেখবেন। অন্যথায় জনগণই সিদ্ধান্ত নিয়ে নেবে যে আগামী সংসদ নির্বাচন আপনারা (ইসি) নিরপেক্ষ ও সুষ্ঠু করতে পারবেন না। গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, শুনলাম, ইসির এ বিষয়ে কোনো চিন্তা নেই। কিন্তু ইসিকে বলতে চাই— চিন্তায় আনুন। অন্যথায় সিটিতে জনগণ নির্ভয়ে ও নিজ হাতে তাদের ভোটটা দিতে পারবে না। দুই সিটি করপোরেশন নির্বাচন ইসির জন্য অগ্নিপরীক্ষা বলেও মন্তব্য করে তিনি। কুমিল্লার বিএনপি নেতা খোরশেদ আলমের স্মরণে জাতীয়তাবাদী নাগরিক দলের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা হয়। সংগঠনের সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে মনজুর হোসেন ঈসার পরিচালনায় বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আজীম, সাবেক সাংসদ আব্দুল গফুর ভূঁইয়া, আতাউর রহমান আঙ্গুর কেন্দ্রীয় নেতা খন্দকার মারুফ হোসেন, প্রয়াত খোরশেদ আলমের ছেলে আতিকুল আলমসহ চান্দিনা ও হোমনার বিএনপির নেতারা আলোচনায় অংশ নেন।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
যে কারণে ইতালির ভিসা পেতে দেরি হচ্ছে, জানাল দূতাবাস
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!